বাংলাহান্ট ডেস্ক: মোদির জিএসটি উৎসব ঘোষণার পরেই পতঞ্জলি (Patanjali) ফুডস লিমিটেড তাদের বিভিন্ন পণ্যের দাম কমিয়েছে বলে জানিয়েছে। সংস্থার দাবি, সম্প্রতি কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি পণ্যের উপর জিএসটি কমিয়েছে এবং সেই কর ছাড়ের সম্পূর্ণ সুফল এবার সরাসরি গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া হবে। নতুন দাম কার্যকর হবে ২২ সেপ্টেম্বর থেকে। খাওয়ার জিনিস থেকে শুরু করে ওষুধ, সাবান, তেল ও সৌন্দর্য পণ্য—সবকিছুই এই নতুন দামের আওতায় আসছে। ফলে পতঞ্জলির বহু জনপ্রিয় পণ্য এবার আগের তুলনায় সস্তায় পাওয়া যাবে।
পতঞ্জলির (Patanjali) একাধিক পণ্যে আকর্ষণীয় ছাড়:
প্রথমেই আসি পতঞ্জলির (Patanjali) খাদ্য তালিকায় ছাড় নিয়ে, এখানে একাধিক জিনিসে আকর্ষণীয় ছাড় লক্ষ্য করা গেছে। Nutrela এবং Soyumm ব্র্যান্ডের ১ কেজি প্যাকেটের দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। বিস্কুটের দামেও এসেছে ছাড়। মিল্ক বিস্কুট, মেরি বিস্কুট, নারকেল কুকিজ ও চকোলেট ক্রিম বিস্কুট—সবগুলির দামই ৫০ পয়সা থেকে ৩ টাকা পর্যন্ত হ্রাস করা হয়েছে। শিশুদের প্রিয় টুইস্টি টেস্টি নুডলস এবং আটা নুডলস এখন ১ টাকা সস্তায় পাওয়া যাবে।
আরও পড়ুন: পুজোর আগে ট্রেনের ঝামেলায় পড়বেন না, চারচাকা ভ্রমণেই জমে উঠবে মামুডি যাত্রা
দাঁতের যত্নের জন্য পতঞ্জলির (Patanjali) জনপ্রিয় প্রোডাক্ট দন্তকান্তি টুথপেস্টেও এসেছে বড়সড় ছাড়। আগে যার দাম ছিল ১২০ টাকা, এখন তা পাওয়া যাবে ১০৬ টাকায়। দন্তকান্তির অন্যান্য ধরন যেমন অ্যাডভান্স ও ওরাল জেলও কম দামে মিলবে। এছাড়া কেশকান্তি শ্যাম্পু এবং আমলা হেয়ার অয়েল—দুটির দামও কমানো হয়েছে। শ্যাম্পুর দাম ১১ থেকে ১৪ টাকা পর্যন্ত কমেছে এবং তেলের দাম কমেছে প্রায় ৬ টাকা। ফলে দাঁত পরিষ্কার রাখা কিংবা চুলের যত্ন নেওয়ার খরচ কিছুটা হলেও হালকা হবে।
পতঞ্জলির (Patanjali) আয়ুর্বেদিক ও স্বাস্থ্যকর প্রোডাক্ট যেমন আমলা জুস, গিলয় জুস, করলা-জামুন জুস ও বাদাম পাকের দামও কমানো হয়েছে। ১ কেজি ওজনের চ্যবনপ্রাশের দাম আগে ছিল ৩৬০ টাকা, এখন তা পাওয়া যাবে ৩৩৭ টাকায়। ঘিয়ের দামেও এসেছে উল্লেখযোগ্য হ্রাস। ৯০০ মিলি গায়ের ঘি, যা আগে ৭৮০ টাকায় বিক্রি হতো, এখন তার দাম ৭৩১ টাকা। ৪৫০ মিলির প্যাকেও প্রায় ২৭ টাকার ছাড় মিলছে।
আরও পড়ুন: দেশবাসীকে আত্মনির্ভরশীলতার বার্তা, GST সংস্কার নিয়ে ফের নতুন ঘোষণা প্রধানমন্ত্রীর
স্নানের সাবানের দামও বেশ খানিকটা ছাড় দিয়েছে পতঞ্জলি (Patanjali)। নিম ও অ্যালোভেরাযুক্ত সাবান ১ থেকে ৩ টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাবে। আগে যে সাবানটির দাম ছিল ২৫ টাকা, এখন সেটি পাওয়া যাবে মাত্র ২২ টাকায়। ছোট প্যাকের দামও নেমে এসেছে মাত্র ৯ টাকায়।
পতঞ্জলি (Patanjali) ফুডসের তরফ থেকে জানানো হয়েছে যে, এই সিদ্ধান্ত গ্রাহকদের স্বার্থেই নেওয়া , যাতে সরকারের ট্যাক্স ছাড়ের সুবিধা সরাসরি তাঁদের হাতে পৌঁছে যায়। সংস্থার প্রতিশ্রুতি, ভবিষ্যতেও তারা কিফায়তি ও বিশুদ্ধ পণ্য গ্রাহকদের হাতে তুলে দেওয়ার নীতি বজায় রাখবে। এর ফলে বাজারে প্রতিযোগিতার পাশাপাশি সাধারণ ক্রেতার জন্য স্বস্তি যে অনেকটাই বাড়বে, তা স্পষ্ট।