শুরু উৎসবের মরশুম! চলতি সপ্তাহে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? দেখুন তালিকা

Published on:

Published on:

Check out the list of Bank Holidays this week.

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই উৎসবের মরশুম উপস্থিত। তবে, চলতি সপ্তাহে দেশের একাধিক শহরে নির্দিষ্ট কিছুদিন বন্ধ (Bank Holidays) থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। এই সপ্তাহটি শুরু হয়েছে গত ২২ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার। এদিন নবরাত্রির প্রথম দিন। দেশের একাধিক শহরে ব্যাঙ্ক চলতি সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে। যার মধ্যে শনিবার এবং রবিবারের ছুটির দিনও অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং প্রতিটি রবিবার সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকে।

কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে:

২২ সেপ্টেম্বর, সোমবার: নবরাত্রির কলস স্থাপনের কারণে জয়পুরে ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে
২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার: মহারাজা হরি সিংহের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে
২৭ সেপ্টেম্বর, শনিবার: মাসের চতুর্থ শনিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে

Check out the list of Bank Holidays this week.

২৮ সেপ্টেম্বর, রবিবার: সাপ্তাহিক ছুটি থাকবে
২৯ সেপ্টেম্বর, সোমবার: মহাসপ্তমীর কারণে আগরতলা, কলকাতা এবং গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার: আগরতলা, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, জয়পুর, কলকাতা, পাটনা এবং রাঁচির মতো একাধিক শহরে মহাঅষ্টমী/দুর্গা অষ্টমীর কারণে ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে।

আরও পড়ুন: ব্রহ্মোসের মতো শক্তি! ১,০০০ কিমি দূরে আঘাত হানতে সক্ষম, শীঘ্রই পরীক্ষা ভারতের নতুন ক্রুজ মিসাইলের

ছুটির দিনে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা খোলা: জানিয়ে রাখি যে, ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকলেও ডিজিটাল পরিষেবা চালু থাকবে। ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে শুরু করে মোবাইল ব্যাঙ্কিং, UPI এবং ওয়ালেট অ্যাপের মাধ্যমে আপনি সহজেই ব্যাঙ্কিং লেনদেন করতে পারবেন। পাশাপাশি, ATM-গুলিও ২৪x৭ খোলা থাকবে। যার কারণে টাকা তোলার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

আরও পড়ুন: জুবিনের মৃত্যুতে ক্রিকেট দুনিয়ায় মনখারাপ, মহিলা বিশ্বকাপের উদ্বোধনে বিশেষ শ্রদ্ধার্ঘ্য! ঘোষণা BCCI-র

প্রসঙ্গত উল্লেখ্য যে, ব্যাঙ্কের ছুটির (Bank Holidays) তালিকা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং রাজ্য সরকারগুলি যৌথভাবে নির্ধারণ করে। এর মধ্যে ধর্মীয় উৎসব, জাতীয় অনুষ্ঠান এবং স্থানীয় উৎসব অন্তর্ভুক্ত থাকে। এই তালিকাটি RBI-এর ওয়েবসাইট এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে।