বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশ থেকে ট্রাক ভর্তি করে ইলিশ (Hilsa Fish) আসতে শুরু করে দিয়েছে ভারতে। পুজোয় এবার পদ্মার ইলিশ দিয়ে পেটপুজো করতে পারবেন মাছপ্রিয় বাঙালিরা। যদিও ১২০০ টনের সম্পূর্ণ পরিমাণ ইলিশ মাছ এখনও এসে পৌঁছায়নি। তবে শহর এবং শহরতলির বিভিন্ন বাজারে ইলিশের ছড়াছড়ি। পদ্মার ইলিশ (Hilsa Fish) ছাড়াও মিলছে গঙ্গা, গুজরাট, মায়ানমারের ইলিশও। তবে কেউ যদি খাঁটি পদ্মার ইলিশের খোঁজে থাকেন তবে কয়েকটি বাজারে ঢুঁ মারতেই পারেন। ইলিশ (Hilsa Fish) সহ অন্যান্য টাটকা মাছের জন্য খ্যাতি রয়েছে এই বাজারগুলির।
পদ্মার ইলিশের (Hilsa Fish) খোঁজে যেতে পারেন এই বাজারগুলিতে
মানিকতলা বাজার: শিয়ালদহ থেকে শ্যামবাজারের দিকে যেতে বিবেকানন্দ রোডের ক্রসিংয়ে এটি শহরের অন্যতম বড় বাজার। ভোর সাড়ে পাঁচটা থেকেই শুরু হয়ে যায় বাজার। খাঁটি ইলিশ (Hilsa Fish) তো বটেই, অন্যান্য প্রায় সব ধরণের মাছই পাওয়া যায় এই বাজারে।
গড়িয়াহাট বাজার: গড়িয়াহাট মার্কেটের জনপ্রিয়তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। হরেক রকমারি জিনিসের সম্ভার সাজিয়ে বসেন এখানে বিক্রেতারা। তবে এখানে মাছের বাজারও বেশ জনপ্রিয়। পাথরের স্ল্যাবের উপরে ইলিশ (Hilsa Fish) সহ অনেক মাছই বিক্রির জন্য সাজিয়ে নিয়ে বসেন বিক্রেতারা।
লেক মার্কেট: সকাল সন্ধে এখানে বসে বিরাট বাজার। স্থানীয়রা তো বটেই, দূরদূরান্ত থেকেও অনেকে আসেন এখানে মাছ কিনতে। ভালো ইলিশের (Hilsa Fish) খোঁজ পাবেন এখানেও।
পাতিপুকুর মাছের বাজার: পাতিপুকুর রেল ব্রিজের তলার এই বাজারও খুবই জনপ্রিয়। ভোরবেলায় বসে এই পাইকারি মাছের বাজার। অন্যান্য বাজারের তুলনায় এখানে অনেক সস্তায় পাওয়া যায় মাছ। খুচরা বাজারের বিক্রেতারাও এখান থেকেই কিনে আনেন বিভিন্ন রকমের মাছ।
আরও পড়ুন : ঘড়ির কাঁটা রাত সাড়ে দশটা ছু্ঁলেই বাড়তি ১০ টাকা ফুড়ুৎ! শেষ মেট্রো বন্ধ হলেও ভোগান্তি অব্যাহত
নিউ মার্কেট বাজার: বড় বড় অনুষ্ঠান বাড়ির মাছের অর্ডারের জন্য সেরা গন্তব্য এই বিরাট বাজার। সবসময়ই এখানে থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
আরও পড়ুন : নতুন জিএসটি কার্যকর হতেই হু হু করে কমল দাম, উৎসবের মরশুমে ঘর সাজান নতুন এসিতে! কত সাশ্রয় হবে?
যদুবাবুর বাজার: ভবানীপুরে আশুতোষ মুখোপাধ্যায় রোড সংলগ্ন এলাকায় বহু বছরের প্রাচীন এই বাজারে সব ধরণেরই মাছ পাওয়া যায়। সব রকমের দামের মাছ মিলবে এখানে। এমনকি এক কেজি বা তার বেশি ওজনের ইলিশও এখানে পাওয়া যাবে প্রতিদিন।