NCB অফিসারকে খোঁচা, বলিউডের অন্দরমহল নিয়ে সিরিজ বানিয়ে বিপাকে আরিয়ান, দায়ের FIR

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের মাথা থেকে যেন আইনের খাঁড়া সরছেই না। সদ্য মুক্তি পেয়েছে আরিয়ান খানের (Aryan Khan) পরিচালনায় ‘ব্যাড… অফ বলিউড’। পরিচালক হিসেবেই এই সিরিজ দিয়েই ডেবিউ করলেন শাহরুখ পুত্র। ইতিমধ্যেই দর্শক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে ওয়েব সিরিজটি। কিন্তু আইনি জটিলতার হাত থেকে রেহাই পেল না এই সিরিজও।

আইনি সমস্যায় আরিয়ানের (Aryan Khan) ওয়েব সিরিজ

সিরিজে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। আর তাঁর দৃশ্য নিয়েই শুরু হয়েছে যত বিতর্ক। ওই দৃশ্যে দেখা গিয়েছে ‘ভেপিং’ অর্থাৎ ধূমপান করছেন তিনি। এই দৃশ্য নিয়েই আপত্তি প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। পুলিশের কাছে জানানো অভিযোগও, যার তীর সিরিজের প্রযোজক, রণবীর এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে।

Aryan khan web series in legal trouble

অভিযোগ মানবাধিকার কমিশনের: ২০১৯ সালে নিষেধাজ্ঞা জারি হয়েছিল ই সিগারেটের উপরে। উপরন্তু ধূমপানের দৃশ্যমান যেমন বিধিবদ্ধ সতর্কীকরণ থাকে সেটাও এই দৃশ্যে দেখানো হয়নি বলে অভিযোগ। এ নিয়েই আপত্তি প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে বিষয়টি লিখে পাঠিয়েছে মানবাধিকার কমিশন।

আরও পড়ুন : নতুন জিএসটি কার্যকর হতেই হু হু করে কমল দাম, উৎসবের মরশুমে ঘর সাজান নতুন এসিতে! কত সাশ্রয় হবে?

দায়ের হয়েছে এফআইআর: এই ধরণের দৃশ্য তরুণ প্রজন্মের উপরে প্রভাব ফেলতে পারে বলে দাবি করে মুম্বই পুলিশের (Aryan Khan) কাছে দায়ের করা হয়েছে এফআইআর। অভিনেতা এবং প্রযোজকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে কমিশনের তরফে। দর্শকদের একাংশও প্রতিক্রিয়া জানিয়েছে এই দৃশ্য নিয়ে।

আরও পড়ুন : ভোর থেকেই শুরু হয়ে যায় বেচাকেনা, সেরা মানের চওড়া পেটির পদ্মার ইলিশের জন্য এই বাজারগুলিই হোক গন্তব্য

প্রসঙ্গত, এই সিরিজের হাত ধরে পরিচালক হিসেবে পথচলা শুরু করেছেন আরিয়ান (Aryan Khan)। রণবীর ছাড়াও সিরিজে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে রণবীর সিং, রাজকুমার রাও, আরশাদ ওয়ারসি, অর্জুন কাপুর, দিশা পাটানি, ইমরান হাশমির মতো তারকাদেরও।