দুর্যোগের কলকাতায় অব্যাহত মৃত্যু মিছিল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমা জলেই ভাসছে দেহ! চরমে ভোগান্তি

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কয়েক ঘন্টার মেঘভাঙা বৃষ্টি। তাতেই কার্যত ডুবন্ত অবস্থা শহর কলকাতার (Kolkata)। মাত্র এক রাতের বৃষ্টিতেই জলে ভাসল শহরের উত্তর থেকে দক্ষিণ। আর তার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর খবর আসতে শুরু করেছে। জমা জলে তড়িতাহত হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিক শহরবাসীর (Kolkata)।

জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শহর কলকাতায় (Kolkata)

পুজোর মুখেই নতুন দুর্যোগে নাকাল শহরবাসী। নিম্নচাপের বৃষ্টিতে শহরের সর্বত্র জলযন্ত্রণার ছবি স্পষ্ট। তার মধ্যেই শুরু হয়েছে মৃত্যু মিছিল। নেতাজিনগরে (Kolkata) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সাইকেল আরোহীর। জানা গিয়েছে, রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই তড়িতাহত হয়ে মৃত্যু হয় তাঁর।

Several deaths being electrocuted in water logged Kolkata

জমা জলেই পড়ে দেহ: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমা জলের উপরেই পড়ে যান সাইকেল আরোহী। শর্ট সার্কিট হয়ে থাকায় ঢুকতে পারছে না দমকল। ফলে রাস্তায় জলের মধ্যেই ভাসছে দেহ। ইতিমধ্যে অবশ্য এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করার জন্য খবর দেওয়া হয়েছে CESC-কে।

আরও পড়ুন : স্ত্রীর গর্ভাবস্থায় অন্য মহিলার সঙ্গে পরকীয়া! ‘ঠিক করে খেতেও পাইনি’, কুমার শানুর বিষ্ফোরক পত্নি রীতা

একাধিক জায়গায় মৃত্যুর ঘটনা: শুধু নেতাজিনগর নয়, শহরের (Kolkata) বিভিন্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কালিকাপুর, বালিগঞ্জ প্লেস থেকে বেনিয়াপুকুরেও বিদ্যুৎ বিভ্রাটের জেরে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন মানুষ। বেশ কিছু জায়গায় দেহ উদ্ধার করার মতোও পরিস্থিতি নেই।

আরও পড়ুন : বিয়ের বছর ঘোরেনি, তার মধ্যেই ডিভোর্স চেয়ে ৫ কোটি খোরপোষ দাবি স্ত্রীর! ধমক দিয়ে বাড়ি পাঠাল সুপ্রিম কোর্ট

এদিকে অনেক জায়গাতেই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রয়েছে রাস্তার জলে। খোলা মিটার বক্স কার্যত আতঙ্ক তৈরি করছে শহরবাসীর (Kolkata) মনে। কোথায় মৃত্যু ফাঁদ অপেক্ষা করে রয়েছে তা বোঝা দায়। অনেক জায়গায় যান চলাচলও বন্ধ রাখা হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। নীচু জায়গাগুলিতে ভোগান্তি বেশি। ট্রেন, মেট্রো চলাচলও ব্যাহত হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম শহরবাসীকে অনুরোধ করেছেন, আজকের দিনটা বাড়িতেই থাকতে।