পুজোর মুখে বড় ধাক্কা পর্যটকদের, ১০ টি সরকারি বাস বন্ধ করল দিঘা ডিপো

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুজোর ঠিক আগেই ১০ টি সরকারি বাস পরিষেবা (Digha) হয়ে গেল বন্ধ। বিভিন্ন সময় জনপ্রতিনিধি এবং নেতাদের অনুরোধে রুটগুলি চালু হয়েছিল। কিন্তু ওই রুটগুলিতে তেমন লাভ না হওয়ায় শেষমেষ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অলাভজনক ১০ টি সরকারি বাস বন্ধ করে দিয়েছে এসবিএসটিসি দিঘা (Digha) ডিপো।

নতুন করে ১০ টি সরকারি বাস বন্ধ করে দিল দিঘা (Digha) ডিপো

জানা যাচ্ছে, বিভিন্ন সময়ে রুটগুলি চালু করা হলেও সেখানে বাণিজ্যিক লাভ আদৌ হবে কিনা তা নিয়ে বিশেষ কোনও সমীক্ষা করা হয়নি। কিন্তু বছরের পর বছর ধরে রুটগুলিতে বাস চালানো হলেও লাভের মুখ দেখা যায়নি। তাই শেষমেষ এই রুটগুলিতে (Digha) বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝিকড়া, নবদ্বীপ সহ মোট আটটি রুটে ১০ টি বাস বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর দিঘা (Digha) ডিপো সূত্রে।

Digha depot closed 10 more government bus service

প্রবল লোকসানের মুখে এই সিদ্ধান্ত: এই মুহূর্তে দিঘা (Digha) ডিপো আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে বলে খবর। বেলঘরিয়া ডিভিশন থেকে আসা জ্বালানি তেল নিয়ে ডিপো থেকে বাস রওনা দেয়। কিন্তু সম্প্রতি সেই তেলের যোগান অনিয়মিত হয়ে পড়েছে। সেই কারণেই সপ্তাহে দু তিনদিন বাস পরিষেবা বন্ধও রাখতে হচ্ছে। এমতাবস্থায় তাই কয়েকটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে ডিপো।

আরও পড়ুন : শহর ডুবে জলের তলায়, মাথায় হাত টেলিপাড়ার, সিরিয়ালেও কি ‘রেনি ডে’?

ধাপে ধাপে কমেছে বাস: কিছুদিন আগেও ৪০ টি বাস বন্ধ করে দেওয়া হয়েছে এই ডিপো থেকে। গয়েশপুর, নৈহাটি, কীর্ণাহার, বহরমপুর, হাড়োয়া, টাকি, তারাপীঠের মতো বিভিন্ন রুটে বন্ধ হয়েছে বাস। তার সঙ্গে জুড়ল আরও ১০ টি বাস। অথচ একসময় এই দিঘা (Digha) ডিপো থেকেই সমগ্র রাজ্যে মোট ৮০ টি বাস চলত। কিন্তু প্রবল লোকসানের মুখে একের পর এক বাস তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ৮০ টি বাস থেকে শেষে তা কমে দাঁড়ায় ৪০ এ। বর্তমানে ২০-২৫ টি বাস চলে দিঘা ডিপো থেকে।

আরও পড়ুন : মঙ্গলে ভোগান্তি চরমে, বুধবার কী পরিস্থিতি শিয়ালদহ-হাওড়ার লোকাল ট্রেনের?

উৎসবের মরশুম শুরু হতে চলেছে। এমতাবস্থায় পর্যটকদের জন্য দিঘায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো হয়। কিন্তু এবার ঘটছে উলটো। লোকসানের বিষয়ে ডিপোর এক কর্মী জানান, রাজনৈতিক দলের প্রোগ্রামে যে সরকারি বাস যায় তার ঠিকমতো খরচ দেওয়া হয় না। নেতাদের আবদারে বিভিন্ন রুটে সমীক্ষা না করেও বাস চালানো হচ্ছে। অথচ কিছুদিন পর দেখা যাচ্ছে সেখানে যাত্রী সংখ্যা অপ্রতুল। তবে ডিপো সূত্রে জানা গিয়েছে, ১০ টি বাস বন্ধ করা হলেও পুজোর সময় দিঘা থেকে বাড়ানো হবে সরকারি বাসের সংখ্যা।