বড় খবর! দীপাবলির আগে এই কর্মীদের বিশেষ উপহার কেন্দ্রের, ১,৮৬৬ কোটি টাকার বোনাসের অনুমোদন

Published on:

Published on:

Central government has approved Diwali Bonus for these employees.

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমে এবার বড় উপহার দিল কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রেল কর্মীদের জন্য এবার সরকার বিরাট উপহার (Diwali Bonus) দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুসরণ করে, কেন্দ্রীয় সরকার ১,৮৬৬ কোটি টাকার প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (PLB) অনুমোদন করেছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বোনাসের পরিমাণ ৭৮ দিনের বেতনের সমান হবে। যেটি সারা দেশের ১০.৯০ লক্ষেরও বেশি রেল কর্মচারীকে দেওয়া হবে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এবার কর্মীদের কঠোর পরিশ্রম এবং উৎপাদনশীলতার ভিত্তিতে বোনাস দেওয়া হবে। এর ফলে কর্মীরা লাভবান হবেন। যা উৎসবের সময় তাঁদের আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে বলেও জানান মন্ত্রী।

রেল কর্মচারীদের জন্য বোনাসের (Dilwali Bonus) ঘোষণা:

কারা কত বোনাস পাবেন: সরকারি বিবৃতি অনুসারে, এই বোনাস (Diwali Bonus) প্রায় ১০.৯০ লক্ষ রেল কর্মচারীকে দেওয়া হবে। ট্র্যাক মেন্টেনার থেকে শুরু করে লোকো পাইলট, ট্রেন ম্যানেজার (গার্ড), স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, পয়েন্টসম্যান, মিনিস্ট্রিয়াল স্টাফ এবং অন্যান্য গ্রুপ সি এবং ডি কর্মচারীরা এতে অন্তর্ভুক্ত রয়েছেন।

এই বছর, কর্মচারীরা সর্বোচ্চ ৭৮ দিনের বেতনের সমতুল্য বোনাস পাবেন। যার সর্বোচ্চ সীমা প্রতি কর্মচারী ১৭,৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে, বর্তমান সময়ে দেশে যখন উৎসবের মরশুম শুরু হতে চলেছে সেই আবহেই সম্প্রতি GST-র হারে পরিবর্তন হওয়ার কারণে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমেছে। ঠিক তারপরেই রেল কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র।

আরও পড়ুন: আরও শক্তি বাড়বে ভারতীয় নৌবাহিনীর! শত্রুপক্ষের ঘুম ওড়াতে “এন্ট্রি” নিচ্ছে INS অ্যান্ড্রোথ

রেলওয়ে ইউনিয়নগুলি বোনাস বৃদ্ধির দাবি জানাচ্ছে: এদিকে, রেল কর্মচারীদের ইউনিয়নগুলি এখনও সরকারের সঙ্গে কিছু দাবি নিয়ে আলোচনা করছে। ইন্ডিয়ান রেলওয়ে এমপ্লয়িজ ফেডারেশন (IREF) এবং অল ইন্ডিয়া রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIRF) এর মতো প্রধান ইউনিয়নগুলি বোনাস বৃদ্ধি এবং অষ্টম বেতন কমিশন গঠনের জন্য গেজেট নোটিফিকেশন জারি করার দাবি জানিয়েছে।

আরও পড়ুন: রয়েছে গুরুতর অভিযোগ! ক্রিকেট থেকে আমেরিকাকে নির্বাসিত করল ICC

ইতিমধ্যেই IREF-এর জাতীয় সাধারণ সম্পাদক সর্বজিৎ সিং উল্লেখ করেছেন যে, বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের ন্যূনতম বেতন ৭,০০০ টাকার ভিত্তিতে বোনাস (Diwali Bonus) দেওয়া হচ্ছে। যেখানে সপ্তম বেতন কমিশনের ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা। তিনি এই বিষয়টিকে “চরম অন্যায্য” বলে অভিহিত করেছেন। একইভাবে, AIRF দাবি করছে যে, বোনাস গণনার ক্ষেত্রে ৭,০০০ টাকার মাসিক সীমা অপসারণ করা হোক এবং বর্তমান বেতন কাঠামো অনুসারে এটি বৃদ্ধি করা হোক।