মহাকাশে নতুন শত্রুর আনাগোনা! জবাব দিতে “বডিগার্ড স্যাটেলাইট” তৈরির পথে ভারত

Published on:

Published on:

India is going to create a Bodyguard Satellite.

বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরেই পাকিস্তান সীমান্তে উত্তেজনার পরিস্থিতি সামলাতে হয়েছে ভারতকে (India)। সীমান্তে শক্ত হাতে জবাব দেওয়ার পর এবার লড়াইয়ের ময়দান বদলে যাচ্ছে। তবে এবার আর পাকিস্তান নয়, নতুন এক শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ভারত। তাও আবার শত্রু পৃথিবীতে নয়, মহাকাশে। ২০২৪ সালে ঘটে যাওয়া এক ঘটনায় ভারত সরকার এই নতুন বিপদ সম্পর্কে সচেতন হয়েছে। জানা গিয়েছে, এক প্রতিবেশী দেশের একটি কৃত্রিম উপগ্রহ ভারতের একটি স্যাটেলাইটের এক কিলোমিটারেরও কম দূরত্বে চলে এসেছিল। ওই ঘটনা প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় সরকার মহাকাশ সুরক্ষার জন্য নতুন উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মহাকাশে লড়াইয়ের প্রস্তুতি ভারতের (India)

পরিকল্পনা অনুযায়ী তৈরি হবে ‘বডিগার্ড স্যাটেলাইট’। এই স্যাটেলাইটগুলি মহাকাশে ভারতীয় উপগ্রহগুলিকে নিরাপত্তা দেবে এবং শত্রুপক্ষের অস্বাভাবিক গতিবিধি চিহ্নিত করবে। বর্তমানে চিনের হাতে রয়েছে প্রায় ৯৩০টিরও বেশি স্যাটেলাইট, অন্যদিকে ভারতের (India) সংখ্যা মাত্র ১২০-এর কাছাকাছি। মহাকাশে এই বিরাট পার্থক্যই ভারত সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

আরও পড়ুন:ঘনিয়ে আসছে বিপদ? আচমকাই জেগে উঠল ভারতের একমাত্র আগ্নেয়গিরি, দেখুন ভিডিও

প্রযুক্তিগতভাবে এই নতুন উদ্যোগে ব্যবহার করা হবে LiDAR বা Light Detection and Ranging প্রযুক্তি। এর মাধ্যমে মহাকাশে অস্বাভাবিক গতিবিধি দ্রুত শনাক্ত করা যাবে। শনাক্ত হওয়ার পর পৃথিবী থেকে সরাসরি নির্দেশ পাঠানো হবে সংশ্লিষ্ট স্যাটেলাইটকে। ফলে শত্রুর গতিবিধি শুধু নজরদারিই নয়, প্রয়োজন হলে তা প্রতিহত করারও ক্ষমতা থাকবে ভারতের হাতে।

এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার প্রায় ২৭ হাজার কোটি টাকা বা আনুমানিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। বরাদ্দ অর্থে ৫০টি নতুন নজরদারি স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাক্তন ডিরেক্টর (ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম) সুধীর কুমার এন জানিয়েছেন, “সারাদিন এই ধরনের বিষয় ট্র্যাক করার ক্ষমতা এখনই আমাদের নেই। তবে ইতিমধ্যেই বেশ কিছু স্টার্টআপ এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে।”

India is going to create a Bodyguard Satellite.

আরও পড়ুন: মাত্র ২ লক্ষ টাকায় শুরু স্টার্টআপ! আজ ১৫ টি শহরে ছড়িয়েছে ব্যবসা, অবাক করবে বিনীতের কাহিনি

ভারতের সামরিক প্রয়োজন মেটাতে এই স্যাটেলাইটগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ও মহাকাশ প্রযুক্তি ব্যবহার করে কৌশলগত সুবিধা পেয়েছিল ভারত। সেই সময় ৪০০-এর বেশি বিজ্ঞানী দিনরাত এক করে কাজ করেছিলেন। এদিকে গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, পাকিস্তানকে স্যাটেলাইট কভারেজে সাহায্য করেছে চিন। এর পরিপ্রেক্ষিতেই মহাকাশে নজরদারি বাড়ানোকে অত্যন্ত জরুরি পদক্ষেপ বলে মনে করছে কেন্দ্র।

কলকাতা থেকে দিল্লি, এবার ভারতের নিরাপত্তা বলয় ছড়িয়ে পড়ছে মহাকাশেও। দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা রক্ষায় মহাকাশ সুরক্ষার এই উদ্যোগকে তাই বিশেষ তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভারতের কাছে ব্যারিকেড শুধু সীমান্তে নয়, আকাশ ও মহাকাশেও। এবার সেই শক্তিকে আরও মজবুত করতে এগিয়ে চলেছে দেশ।