বাংলা হান্ট ডেস্কঃ দিল্লি হাই কোর্টে বড়সড় ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। অর্থের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে লোকপালের পরবর্তী শুনানি রুখতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেয়, এই পর্যায়ে কোনও স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয়। এই রায়ের ফলে স্বস্তি পেলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আগামী ৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি লোকপালের কাছে নির্ধারিত রয়েছে।
মহুয়ার (Mahua Moitra) আবেদনে স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয়
আইন বিষয়ক সংবাদমাধ্যম লাইভ ল-এর রিপোর্ট অনুযায়ী, দিল্লি হাই কোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথ শঙ্করের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয়। মহুয়ার (Mahua Moitra) আবেদনে স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন বিচারপতিরা। তবে জানানো হয়, চাইলে সাংসদ লোকপালের কাছে আবেদন জানাতে পারেন।
কেন আদালতের দ্বারস্থ মহুয়া?
সূত্রের খবর, মহুয়ার (Mahua Moitra) অভিযোগ, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সংবাদমাধ্যমের সামনে একাধিক গোপন নথি ও তথ্য ফাঁস করেছেন। যা আইনসম্মত নয়। আদালতে মহুয়ার আইনজীবী সমুদ্র সাড়ঙ্গী যুক্তি দেন, লোকপালের কাছে জমা পড়া সংবেদনশীল তথ্য জনসমক্ষে তুলে ধরা বেআইনি। তাই এই পরিস্থিতিতে শুনানি স্থগিত হওয়া উচিত।
আরও পড়ুনঃ স্থগিতাদেশের আর্জিও খারিজ, পুশব্যাক মামলায় আদালতে হোঁচট খেল কেন্দ্র সরকার
প্রসঙ্গত, সম্প্রতি এই মামলায় মহুয়া মৈত্রকে (Mahua Moitra) নিয়ে সিবিআই লোকপালের কাছে রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টে উঠে আসে শিল্পপতি দর্শন হিরানন্দানির নামও। গতবছরই লোকপাল সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল। দীর্ঘ তদন্তের পর সম্প্রতি রিপোর্ট জমা পড়ে। সেই রিপোর্টের ভিত্তিতেই ৬ অক্টোবরের শুনানির দিন ঠিক হয়েছে।