শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুমিছিল! রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

Published on:

Published on:

calcutta high court(46)

বাংলা হান্ট ডেস্কঃ শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ মৃত্যুর ঘটনায় কঠোর অবস্থান নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution Case) মৃত্যুর ঘটনায় রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চের। বৃহস্পতিবার আদালতে এই মামলা উঠলে হাইকোর্ট এহেন নির্দেশ দিয়েছে ৷

রাজ্য ও CESC-কে কড়া নির্দেশ হাইকোর্টের | Calcutta High Court

একইসাথে CESC ও কলকাতা পুরসভা এই ঘটনায় কী পদক্ষেপ করেছে সে কথা জানিয়ে ৯ নভেম্বর রিপোর্ট দাখিল করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট৷ শহরের নিকাশি ব্যাবস্থার কি পরিস্থিতি সেই বিষয়ে জানানোর নির্দেশ হাইকোর্টের।

জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়ে হাইকোর্টে আবেদন জানান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ ইতিমধ্যেই বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। একই ইস্যুতে আরও কয়েকটি মামলা দায়ের হয়েছে। শুক্রে সেই মামলাগুলির শুনানির সম্ভাবনা।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ নাগরিকের মৃত্যুতে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্ট এর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিল দুটি সংগঠন। একইসাথে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে আর্থিক সাহায্য প্রদান করার নির্দেশ দেওয়ারও আবেদন করা হয় চিঠিতে।

calcutta high court(43)

প্রসঙ্গত, বৃষ্টি শুরুর পর থেকেই শহরের বিভিন্ন প্রান্তে একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর সামনে আসতে শুরু করে। মঙ্গলবার সকালে শহরের রাস্তার উপরে জমা জলে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান একাধিক সাধারণ পথচারী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: নিম্নচাপ আসছে! শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি, আবহাওয়ার লেটেস্ট খবর জেনে নিন

জল জমে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় CESC-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে CESC-কেই মৃত্যুর জন্য দায়ী করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসাথে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণাও করেছেন তিনি। এবার কলকাতা হাইকোর্টও ক্ষতিপূরণের নির্দেশ দিল।