বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরশুম। তার আগেই জিএসটি কাঠামোয় সংস্কার এনে আমজনতার মুখে হাসি ফুটিয়েছে কেন্দ্রীয় সরকার (India)। আর এবার খরচ কমাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। সাধারণ মানুষের টাকা দিয়ে আর কেনা যাবে না উৎসবের উপহার, সম্প্রতি এ বিষয়ে স্মারকলিপি প্রকাশ করা হয়েছে মোদী সরকারের তরফে।
উৎসবে খরচ কমাতে বড় উদ্যোগ ভারত (India) সরকারের
সরকারি অর্থে আর দীপাবলি বা অন্যান্য উৎসবের উপহার কেনা যাবে না। স্মারকলিপিতে অর্থ মন্ত্রকের তরফে অন্যান্য সব কেন্দ্র মন্ত্রক (India), বিভাগ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও উৎসবে সরকারি তহবিল ব্যবহার করে আর উপহার না কেনা হয়। আর্থিক শৃঙ্খলা জোরদার করতে এবং কোষাগারের ব্যয় কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
ইতিমধ্যে জারি হয়েছে নির্দেশিকা: ১৯ সেপ্টেম্বর সরকারের (India) ব্যয় বিভাগ এই নির্দেশিকা জারি করেছে যা তাৎক্ষণিক ভাবে কার্যকর হয়েছে। জানা গিয়েছে, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে এবং আমজনতার অর্থ বিচক্ষণতার সঙ্গে ব্যবহার নিশ্চিত করতে এই নির্দেশিকা কার্যকর হবে। স্মারকলিপিতে বলা হয়েছে, রাজস্ব শৃঙ্খলা এবং দেশবাসীর (India) সম্পদের ব্যবহারের প্রতি সুবিচার করার প্রচেষ্টা রাখতেই সরকারের সমস্ত মন্ত্রক, বিভাগ এবং অন্যান্য সংস্থাগুলি দীপাবলি সহ অন্যান্য উৎসবের ক্ষেত্রে উপহার এবং অন্যান্য সম্পর্কিত জিনিসপত্রের উপরে কোনও সরকারি অর্থ খরচ না করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন : পুজোর মুখে বাজিমাত জি বাংলার, TRP তালিকায় পরপর চমক, কার দখলে রইল সেরার শিরোপা?
নির্দেশ পাঠানো হয়েছে সব মন্ত্রককে: ইতিমধ্যেই এই আদেশ সরকারের (India) সমস্ত মন্ত্রক এবং বিভাগের সব সচিব এবং আর্থিক উপদেষ্টাদের কাছে পাঠানো হয়ে গিয়েছে। পাশাপাশি পাবলিক এন্টারপ্রাইজ এবং আর্থিক পরিষেবা বিভাগকেও পাঠানো হয়েছে এই নির্দেশনামা। পাবলিক সেক্টর ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিতে এই নির্দেশ পাঠানোর কথা বলা হয়েছে।
আরও পড়ুন : জল নেমে যাওয়ার দাবি ফিরহাদের, ‘এমন মন্তব্যের আগে…’, তত্ত্ব খারিজ করে বিষ্ফোরক মেয়র পারিষদ
শোনা যাচ্ছে, অতীতে সরকারি কোষাগার থেকে এমন খরচের কারণে প্রচুর অর্থব্যয় হয়েছে। কার্যত দেশের আমজনতার করের টাকাতেই উৎসবের জন্য উপহার কেনা হয়েছে। এবার যাতে তেমন খরচে লাগাম টানা যায় সেই কারণেই সরকার উদ্যোগী হয়েছে বলে খবর সূত্রের।