‘রাজীব গান্ধীকেও পিছন থেকে ছুরি মেরেছেন মমতা’, ‘গদ্দার’ ইস্যুতে মমতাকে ফালাফালা আক্রমণ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ গদ্দারের পাল্টা গদ্দার। এবার মমতাকে গদ্দার বলে তোপ দাগলেন শুভেন্দু (Suvendu Adhikari)। কিছুদিন আগেই তমলুক থেকে নাম না করে শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক সব অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারই পাল্টা দিতে গিয়ে এবার বিরোধী দলনেতা শুভেন্দুর খোলাখুলি চ্যালেঞ্জ, ‘ক্ষমতা থাকলে নাম নিয়ে বলুন। আপনার কালীঘাটের বাড়ির সামনে গিয়ে জবাব দিয়ে আসব।’

মমতার গদ্দার তোপ নিয়ে শুভেন্দুর পাল্টা তোপ, ‘উনিই তো সবচেয়ে বেশি গদ্দার।’ এর পেছনে কারণ ব্যাখ্যা করে শুভেন্দু বলেন, ‘রাজীব গান্ধী ওকে পরিচয় দিয়েছেন, তাকেই পিছন থেকে ছুরি মেরেছেন। অটলবিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছেন, তার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেন। নিজেকে বিরাট বড় ভাবেন উনি। প্রধানমন্ত্রী হবেন? ‘

এদিন সদ্য তৃণমূলত্যাগী বিধায়ক তাপস রায়ের প্রসঙ্গেও মুখ খোলেন শুভেন্দু। বলেন, তাপস রায়ের কাছ থেকে এখনও আমাদের কাছে কোনও প্রস্তাব আসেনি। যদিও প্রস্তাব আসে তাহলে উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত চাওয়া হবে। এখানে বলে রাখা ভালো, বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে আসন্ন লোকসভা ভোটে উত্তর কলকাতা আসনে বিজেপি প্রার্থী হতে পারেন তাপস। সেই প্রসঙ্গেই এহেন মন্তব্য করেন শুভেন্দু।

শুভেন্দু বলেন, উত্তর কলকাতার বিজেপি নেতৃত্বের মত থাকলে আমাদের একটা কমিটি আছে, আমি ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছি। সেই কমিটিতে আলোচনার পর কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলে এই বিষয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ জানাব। শুভেন্দুর সংযোজন, এ রাজ্যে বিশিষ্ট নেতৃত্বের অন্যতম তাপস রায়ের সিদ্ধান্তকে স্বাগত জানাই।

তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে শুভেন্দু বলেন, ‘তাপস রায় বিধানসভাতে সুবক্তা ছিলেন। তিনি মন্ত্রী হয়েছিলেন, চার-পাঁচবার বিধায়ক হন, কাউন্সিলর ও মেয়র পারিষদ ছিলেন। ব্যারাকপুর তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতির পদেও ছিলেন। যখন তৃণমূল প্রতিষ্ঠা হয়নি সেই সময় থেকে উনি ছাত্র রাজনীতি করেছেন।

mamata suvendu

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এবার ১৮ বছর বয়স থেকেই ১০০০ টাকা পাবেন মহিলারা, নয়া প্রকল্প সরকারের

বিরোধী দলনেতার কথায়, তাপস রায় যেভাবে চোরেদের পার্টির পরিবারতন্ত্র, কোম্পানির মালিকানার বিরুদ্ধে যেভাবে সরব হয়ে পদত্যাগ করলেন। যে ভাষাতে তিনি আজ সাংবাদিকদের সামনে ‘চোরদের রানি’ মমতাকে আক্রমণ করেছেন তাকে স্বাগত। এভাবে তৃণমূল ত্যাগ করে আগামী দিনে দৃঢ় পদক্ষেপেরই ইঙ্গিত দিয়েছেন তাপসবাবু।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর