বিশ্বজুড়ে মায়ের আগমন! নজর কাড়ছে স্কটল্যান্ডের দুর্গোৎসব, ১২ বছরে পা দিল এডিনবার্গের পুজো

Published on:

Published on:

Durga Puja 2025 is being celebrated in Scotland.

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2025) উপস্থিত। সারা বছর সমগ্র বিশ্বজুড়ে বাঙালিরা এই সময়ের অপেক্ষা করে থাকেন। পশ্চিমবঙ্গ তো বটেই সমগ্র ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা মেতে ওঠেন উৎসবের আনন্দে। সেই রেশ বাজায় রেখেই সুদূর স্কটল্যান্ডে এডিনবার্গের দুর্গোৎসব এবছর ১২ বছরে পদার্পণ করল। এক দশকেরও বেশি সময় আগে শুরু হওয়া এই পুজো এখন ব্রিটেনের সবচেয়ে প্রত্যাশিত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম একটি হয়ে উঠেছে। বাড়ি থেকে দূরে থাকা বাঙালিদের জন্য, এই উৎসবটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠানের চেয়েও বেশি কিছু হিসেবে বিবেচিত হয়। যা প্রবাসী বাঙ্গালিদের কাছে হয়ে ওঠে শিকড়ের জীবনরেখা এবং পরিচয়ের আনন্দ। এককথায়, প্রবাসী বাঙালিদের একত্র করে এমন ঐতিহ্যের আনন্দময় স্মারক।

১২ বছরে পা দিল এডিনবার্গের পুজো (Durga Puja 2025):

এই যাত্রার কেন্দ্রবিন্দুতে রয়েছে SABASH তথা স্কটিশ অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলি আর্টস অ্যান্ড কালচারাল সাংস্কৃতিক হেরিটেজ। নববর্ষ থেকে বিজয়া সম্মিলনী; এহেন অসংখ্য সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে SABASH নিশ্চিত করেছে যে স্কটল্যান্ডেও বাঙালিয়ানা ভরপুর রয়েছে। তবুও, বার্ষিক দুর্গাপুজো মুকুট রত্ন হিসেবে রয়ে গেছে। এটি এমন একটি উৎসব যা ভক্তি, শৈল্পিকতা এবং সম্প্রদায়ের চেতনাকে সবচেয়ে দর্শনীয় উপায়ে মিশ্রিত করে।

Durga Puja 2025 is being celebrated in Scotland.

এডিনবার্গ দুর্গোৎসবের শুরুর কাহিনি: সময়টা ২০১৪ সাল; IT সেক্টরে কর্মরত বন্ধুদের একটি ছোট দল একসঙ্গে আড্ডা দিতে দিতে তৈরি হল পুজোর আইডিয়া। ঢাকের শব্দ, শিউলির সুবাস এবং মা দুর্গার দৃষ্টিতে একত্র হওয়ার আনন্দের কথা স্মরণ করে কলকাতা থেকে হাজার হাজার মাইল দূরে পুজোর জাদুর পুনর্নির্মাণ করা হয়। খাঁটি আচার-অনুষ্ঠানের আয়োজন থেকে শুরু করে শত শত ভক্তকে ভোগ পরিবেশন করা পর্যন্ত, প্রতিটি ক্ষেত্রেই অকৃত্রিম ভালোবাসা পরিলক্ষিত হয়। সেই বিনয়ী সূচনাটি এখন (Durga Puja 2025) হাজার হাজার মানুষকে আকর্ষণ করে এই পুজোতে।

Durga Puja 2025 is being celebrated in Scotland.

এই উৎসবটিকে সত্যিকার অর্থে যা অনন্য করে তোলে তা হল মানুষকে একত্র করার ক্ষমতা। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এবং তাঁদের সংস্কৃতির অপরূপ মেলবন্ধনও পরিলক্ষিত হয়। বছরের পর বছর ধরে এইভাবেই ভারত এবং স্কটল্যান্ড জুড়ে বন্ধুদের স্বাগত জানাচ্ছেন সেখানকার প্রবাসী বাঙালিরা। প্রত্যেকেই ধুনুচি নাচের ছন্দ, পুষ্পাঞ্জলির গাম্ভীর্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের তীব্র শক্তিতে আনন্দ খুঁজে পান। অনেকের কাছেই, এটি বাঙালি ঐতিহ্যের সাথে ট্যান্ডারবিপ্রথম সাক্ষাৎ হিসেবে বিবেচিত হয়। এমতাবস্থায়, তাঁদের চোখের ঝলমলে ভাব যেন এটাই বলে দেয় মা (Durga Puja 2025) এসে ফের আশীর্বাদে ভরিয়ে দেবেন পৃথিবীকে।

Durga Puja 2025 is being celebrated in Scotland.

চলতি বছরেও পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের সংখ্যা হাজারের বেশি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই উৎসবে থাকবে ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান, মন ভোলানো সঙ্গীত, নৃত্য পরিবেশনা এবং এমন রন্ধনপ্রণালী যা সরাসরি বাংলার কথা মনে করায়। এছাড়াও, দশমীর বহুপ্রিয় সিঁদুর খেলায় লাল ও সোনালী শাড়িতে মণ্ডপের প্রত্যেক মহিলা হয়ে ওঠেন। আটপৌরে বঙ্গ তনয়া। এবারের পুজোয় থাকবে বিশেষ ইভেন্ট। যেমন কলকাতা থেকে আগত শিল্পী, ফুড ফেস্টিভ্যাল ফিউশন কনসার্ট ইত্যাদি, ঢাকের তাল থেকে শুরু করে সন্ধ্যার আরতির আভা হবে ভক্তি ভরা। প্রতিটি মুহূর্ত ভক্তি ও আনন্দের জোয়ারে গা ভাসিয়ে এডিনবার্গের বাঙালিরা প্রস্তুত এই বছরের (Durga Puja 2025) পুজোতে মেতে ওঠার জন্য।

আরও পড়ুন: মা এলেন… দুর্গাপুজোয় মেতে উঠেছেন সিঙ্গাপুরের বাঙালিরাও! মহাসমারোহে সম্পন্ন হচ্ছে শ্রেষ্ঠ উৎসব

উৎসবের এই মরশুমে স্কটল্যান্ডের SABASH কমিটি সকলকে আমন্ত্রণ জানায় এই উদযাপনের অংশ নিতে। কীভাবে একটি সম্প্রদায়ের ভালোবাসা এবং দৃঢ়তা স্মৃতিকে জীবন্ত ঐতিহ্যে পরিণত করে তারই প্রতিরূপ এডিনবার্গ দুর্গোৎসব। ভক্তি, শৈল্পিকতা এবং বাঙালিয়ানার কালজয়ী সুতো দিয়ে প্রেমের সঙ্গে বোনা এডিনবার্গ দুর্গোৎসব ঢাকের প্রতিটি সুর, ধুনোর গন্ধ, রবীন্দ্র সঙ্গীতের সুর এক ঐতিহ্যের সারাংশ বহন করে। যা কখনো ম্লান হতে চায় না। যা মনে করায় শারদীয়া কেবল উৎসব নয়; বরং, এটি বিশ্বাস এবং আনন্দের মিলনক্ষেত্র। যেখানে প্রেম, স্মৃতি এবং আবেগ একটা সম্প্রদায়ের অটুট চেতনার সঙ্গে মিশে থাকে।