রোদ দেখে ভুলবেন না! ষষ্ঠীতে ১৫ জেলায় বৃষ্টি, অষ্টমী-নবমী থেকে দুর্যোগ দক্ষিণবঙ্গে

Published on:

Published on:

south bengal weather(82)

বাংলা হান্ট ডেস্ক: পুজোর মধ্যেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি। তবে স্বস্তির খবর হল, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূল দিয়ে ছত্তীশগঢ়ের দিকে অগ্রসর হচ্ছে। এর সরাসরি কোনও প্রভাব বাংলায় না পড়লেও খানিকটা প্রভাব পড়বে এ রাজ্যে। আবহাওয়া দপ্তর বলছে, ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বর্ষণ হবে না।

দক্ষিণবঙ্গে আজ কোথায় কোথায় বৃষ্টি? South Bengal Weather

আজ ও আগামীকাল অর্থাৎ ষষ্ঠী ও সপ্তমীতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিক বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।

তবে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দু’দিন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে রোজই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হতে পারে ৩০ সেপ্টেম্বর। এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হবে। যার জেরে বৃষ্টি ফের বাড়বে।

south bengal weather(73)

বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হতে পারে অষ্টমীর বিকেল পর্যন্ত। তারপর পরিস্থিতি বদলে যেতে পারে। নবমীর দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। এরপর দশমী এবং একাদশীর দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায়। দশমীর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আটটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

south bengal weather(70)

আরও পড়ুন: টাকা নেই! ‘আয়োজন করব কোথা থেকে’, এবারেও গ্রামবাসীদের খাওয়াতে পারছেন না অনুব্রত

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নবমী থেকে। তবে আজ উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না। কোনও সতর্কতাও নেই। প্রতিটি জেলাতেই কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অষ্টমী পর্যন্ত কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তরের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।