বাংলা হান্ট ডেস্ক: গত বছরের ODI বিশ্বকাপে (Cricket World Cup) তীরে এসে তরী ডুবিয়েছিল ভারত (India)। যার ফলে মন ভেঙে যায় দেশের কোটি কোটি ক্রিকেট অনুরাগীদের। তবে, সেই ধাক্কা সামলে উঠে এবার ভারতীয় দল (India National Cricket Team) জেতার প্রস্তুতি নিচ্ছে চলতি বছরে হতে চলা T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। উল্লেখ্য যে, আগামী জুন মাসে আমেরিকা (America) ও ওয়েস্ট ইন্ডিজের (West Indies) যৌথ আয়োজনে সম্পন্ন হবে এই মেগা টুর্নামেন্ট।
এমতাবস্থায়, ইতিমধ্যেই BCCI সচিব জয় শাহ জানিয়েছেন যে, এই T20 বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। যদিও, ওই টুর্নামেন্টে ভারতীয় দলে কারা কারা খেলতে পারেন সেই বিষয়ে এখন থেকেই শুরু হয়েছে তীব্র জল্পনা। শুধু তাই নয়, মনে করা হচ্ছে যে একাধিক তারকা ক্রিকেটার বাদ পড়তে পারেন দল থেকে। এইরকম ৬ জন খেলোয়াড়ের প্রসঙ্গে শুরু হয়েছে আলোচনা। এমতাবস্থায় চলুন জেনে নিই, ২০২৪-এর T20 বিশ্বকাপ থেকে কারা কারা বাদ পড়তে পারেন।
১. যুজবেন্দ্র চাহাল: প্রথমেই আমরা যাঁর বিষয়ে জানাবো তিনি হলেন ভারতের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। এই খেলোয়াড় T20 বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন বলে অনুমান করা হচ্ছে। এদিকে সম্প্রতি, BCCI-এর তরফে প্রকাশ করা ২০২৩-২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা হয়নি যুজবেন্দ্র চাহালের। তারপর থেকেই অনুমান করা হচ্ছে, ২০২৪ সালের T20 বিশ্বকাপ থেকে হয়তো বাদ পড়তে পারেন চাহাল। উল্লেখ্য যে, ২০২৩ সালের ODI বিশ্বকাপ থেকেও তিনি বাদ পড়েছিলেন।
২. দীনেশ কার্তিক: এই তালিকায় রয়েছে ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিকের নামও। তাঁর পক্ষেও এবারের T20 বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে অনুমান করা হচ্ছে। জানিয়ে রাখি যে, দীনেশ কার্তিক আগের T20 বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিলেন। যদিও, তিনি তাতে কোনো বড় প্রভাব ফেলতে পারেননি। পাশাপাশি, এখনও পর্যন্ত ওই বিশ্বকাপেই ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছেন দীনেশ কার্তিক।
৩. রবিচন্দ্রন অশ্বিন: ভারতীয় দলের অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন T20 বিশ্বকাপ খেলার ক্ষেত্রে সুযোগ পাবেন কিনা এই বিষয়েও শুরু হয়েছে জল্পনা। ২০২২ সালের ১০ নভেম্বর, অশ্বিন ভারতের হয়ে শেষ 20 ম্যাচ খেলেছিলেন। তারপর থেকে আর ভারতের T20 দলে জায়গা হয়নি তাঁর।
৪. হর্ষল প্যাটেল: এদিকে, এই তালিকায় রয়েছেন ভারতীয় দলের মিডিয়াম ফাস্ট বোলার হর্ষল প্যাটেলও। দীর্ঘদিন ধরেই হর্ষল ভারতীয় দলের বাইরে রয়েছেন। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার T20 খেলেছিলেন।
আরও পড়ুন: বড় সিদ্ধান্ত! আর আধুনিক গানের অনুষ্ঠান করবেন না কবীর সুমন, কি এমন হল গায়কের?
৫. মহম্মদ শামি: ইতিমধ্যেই চলতি বছরের IPL থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি। গোড়ালিতে চোটের কারণে সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে তাঁর। এদিকে, ২০২৩-এর ODI বিশ্বকাপের পর থেকেই তাঁকে আর মাঠে দেখা যায়নি। এমতাবস্থায়, T20 বিশ্বকাপে তিনি আদৌ খেলবেন কিনা সেটাও এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: মহাশিবরাত্রির আগে স্বপ্নে দেখেছেন এই ৬ টি জিনিস? রয়েছে শুভ সংকেত! ঘুরবে আপনার ভাগ্যের চাকা
৬. ভুবনেশ্বর কুমার: এর পাশাপাশি এই তালিকায় রয়েছে ভুবনেশ্বর কুমারের নামও। মনে করা হচ্ছে যে, তিনিও T20 বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন। ভুবনেশ্বর ভারতের হয়ে শেষ খেলেছিলেন ২০২২ সালের ২২ নভেম্বর। ওই ম্যাচটি ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর থেকেই আর দলে ঢুকতে পারেননি তিনি। পাশাপাশি কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছে তাঁর নাম।