বাংলাহান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন বড় ঘোষণা। আজ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কিছু কর্মচারীদের জন্য দিলেন বড় সুখবর। গত রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ভাতা বৃদ্ধি করেছিল রাজ্য। আগামী মে মাস থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকরা।
তবে দীর্ঘদিন ধরে রাজ্যের কিছু অস্থায়ী কর্মীরা আন্দোলন চালাচ্ছিলেন বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে। অবশেষে সেই কর্মীদের দাবি মেনে রাজ্য সরকার বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল। আজ ফেসবুক লাইভের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে স্বাভাবিকভাবেই বহু কর্মচারীর মুখে ফুটেছে হাসি।
আরোও পড়ুন : রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে বড় ঘোষণা! ৪ নয়, বাড়ছে ৫% মহার্ঘ্য ভাতা; ভোটের আগেই নয়া চমক
ফেসবুকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথা জানালেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আশা কর্মীদের এক ধাক্কায় ৭৫০ টাকা বেতন বৃদ্ধি করা হল। পাশাপাশি ৭৫০ টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। অন্যদিকে, আইসিডিএস সহকারীদের ৫০০ টাকা বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আরোও পড়ুন : এবার eSIM পরিষেবা আনছে Vi! কপাল খুলছে গ্রাহকদের, দেখুন কীভাবে চালু করবেন সুবিধাটি
আগামী এপ্রিল মাস থেকে এই বর্ধিত বেতন পাবেন কর্মচারীরা। প্রসঙ্গত, রাজ্যের হাজার হাজার আশা কর্মীরা বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বেতন বৃদ্ধি সহ অন্যান্য সরকারি সুবিধার দাবি জানিয়ে আসছিলেন তারা। আশা কর্মীদের দাবি ছিল, অনেক অতিরিক্ত কাজ তাদের করতে হয়।
তবে প্রাপ্য বেতন তারা পান না। এছাড়াও অনেক সরকারি সুবিধা থেকেও তারা বঞ্চিত। এই আবহে প্রায় পঞ্চাশ হাজার আশা কর্মী অনির্দিষ্টকালের কর্ম বিরতির ডাক দিয়েছিলেন কিছুদিন আগেই। গতকাল আশা কর্মীদের একাংশ স্বাস্থ্য ভবন অভিযানও করেন। এই আবহে চাপে পড়ে রাজ্য সরকার বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিতে বাধ্য হলে বলে মনে করছেন অনেকে।