বাংলাহান্ট ডেস্ক: ভারতে তৈরি বিদেশি মদ (Whisky) বা আইএমএফএল বিক্রিতে দক্ষিণী রাজ্যগুলির প্রভাব সবচেয়ে বেশি। শিল্প সংগঠন সিআইএবিসি-র (CIABC) এক সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে দেশের মোট আইএমএফএল বিক্রির মধ্যে দক্ষিণ ভারতের দখল প্রায় ৫৮ শতাংশ। এর ফলে গোটা দেশের বাকি অংশ মিলিয়ে বাজারে অংশীদারি হয়েছে মাত্র ৪২ শতাংশ। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, দেশজুড়ে বিদেশি হুইস্কির বিক্রিতে সামান্য পতন ঘটেছে। বিক্রি ১.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪০.১৭ কোটি কেসে, যেখানে ২০২৩-২৪ সালে তা ছিল ৩৯.৬২ কোটি কেস।
বিদেশি মদ বিক্রিতে শীর্ষে দক্ষিণ ভারত (Whisky)
আইএমএফএল-এর অন্তর্গত হুইস্কি (Whiskey) , ভদকা, রাম, জিন এবং ব্র্যান্ডি—যেগুলি দেশি মদ ও প্রচলিত পানীয় থেকে আলাদা হিসেবে বিবেচিত হয়। সিআইএবিসি-র মহাপরিচালক অনন্ত এস আয়ার জানিয়েছেন, চলতি অর্থবর্ষের প্রথম প্রান্তিকে বিক্রি কিছুটা ধীর ছিল। এর অন্যতম কারণ দেশব্যাপী নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের নীতিগত জটিলতা। তিনি আরও জানান, প্রায় প্রতি বছরই রাজ্য পর্যায়ে কর ও নীতির পরিবর্তন ঘটে, যা সরাসরি বিক্রিকে প্রভাবিত করে। এ কারণে সংগঠনটি নিয়মিতভাবে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।
আরও পড়ুন:LPG-র দাম থেকে শুরু করে ট্রেনের টিকিট-UPI, ১ অক্টোবর থেকে একাধিক ক্ষেত্রে পরিবর্তন, জানুন
রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ ভারতের মধ্যে কর্নাটক শীর্ষে রয়েছে। রাজ্যটিতে ৬.৮৮ কোটি কেস বিক্রি হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, যেখানে বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬.৪৭ কোটি কেসে। তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ প্রায় নয় শতাংশ করে বাজার দখল করেছে। কেরল সপ্তম স্থানে অবস্থান করছে। দক্ষিণ ভারতে সামগ্রিকভাবে প্রায় এক শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। এর পাশাপাশি পুদুচেরি নজর কেড়েছে। ওই কেন্দ্রশাসিত অঞ্চলে ২০২৪-২৫ সালে ০.২৮ কোটি কেস বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। জাতীয় তালিকায় পুদুচেরির অবস্থান ১৯তম (Whiskey)।
দক্ষিণ ভারতের পরেই রয়েছে উত্তর ভারত। এই অঞ্চলের বাজার অংশীদারি দাঁড়িয়েছে প্রায় ২০ শতাংশে। এখানে উত্তরপ্রদেশ শীর্ষে রয়েছে, যেখানে ২.৫০ কোটি কেস বিক্রি হয়েছে। জাতীয় তালিকায় ইউপি ছয় নম্বরে রয়েছে এবং রাজ্যটির বিক্রি বেড়েছে প্রায় ছয় শতাংশ হারে। উত্তর ভারতে এরপরেই রয়েছে রাজস্থান, দিল্লি এবং হরিয়ানা। রাজস্থানে বিক্রির পরিমাণ ছিল ১.৩৭ কোটি কেস, দিল্লিতে ১.১৮ কোটি কেস এবং হরিয়ানায় ১.১৭ কোটি কেস। এই তিনটি রাজ্য যথাক্রমে নবম, দশম ও একাদশ স্থানে রয়েছে। তবে সামগ্রিকভাবে উত্তর ভারতে বিক্রির বৃদ্ধি হয়েছে মাত্র এক শতাংশ (Whiskey)।
আরও পড়ুন:একটা গাছই বদলে দিল জীবন! অভিনব ব্যবসা শুরু করে কোটিপতি হলেন তামিলনাড়ুর প্রৌঢ়
সামগ্রিকভাবে বলা যায়, আইএমএফএল বিক্রিতে দক্ষিণী রাজ্যগুলির দাপট প্রায় অপ্রতিদ্বন্দ্বী। কর্নাটক ও তামিলনাড়ুর মতো বড় রাজ্যগুলি বিক্রিতে নেতৃত্ব দিলেও, পুদুচেরির মতো ছোট অঞ্চলও দ্রুত বাজারে জায়গা তৈরি করছে। অপরদিকে উত্তর ভারত ধীরে ধীরে এগোলেও, দক্ষিণের সঙ্গে পাল্লা দেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। হুইস্কির বিক্রিতে সামান্য পতন সত্ত্বেও, দক্ষিণ ভারতের বাজারে স্থিতিশীল বৃদ্ধি জাতীয় স্তরে শিল্পকে এগিয়ে রাখছে (Whiskey)।