বাংলাহান্ট ডেস্ক : ফিক্সড ডিপোজিটে বর্তমানে বেশকিছু ব্যাংক আকর্ষণীয় সুদ প্রদান করছে। এগুলির মধ্যে অন্যতম একটি ব্যাংক হল বন্ধন ব্যাংক। সব সময় বন্ধন ব্যাংক অন্যান্য ব্যাংকের তুলনায় আকর্ষণীয় সুদ অফার করে গ্রাহকদের। এই ব্যাংক এবার স্থায়ী আমানতের উপর বেশ কিছু আকর্ষণীয় অফার নিয়ে এসেছে গ্রাহকদের জন্য।
বন্ধন ব্যাংক প্রবীণ নাগরিকদের ৮.৩৫ শতাংশ সুদ প্রদান করছে ৫০০ দিনের স্থায়ী আমানতে। এই মেয়াদে সাধারণ গ্রাহকরা পেয়ে যাবেন ৭.৮৫ শতাংশ সুদ। এছাড়া সুদের হার পরিবর্তিত হয়েছে ৫ বছর মেয়াদের ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিটের। এই স্কিমে সাধারণ গ্রাহকদের বার্ষিক ৭ শতাংশ ও প্রবীণ নাগরিকদের বার্ষিক ৭.৫% সুদ প্রদান করা হচ্ছে।
আরোও পড়ুন : সাড়া দিলেন না মুকেশের ডাকেও! আম্বানি পুত্রের প্রি ওয়েডিংয়ে বিরুষ্কা ছাড়াও অনুপস্থিত এই সেলেবরা
এক বছর থেকে ৪৯৯ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ সুদ প্রদান করছে বন্ধন ব্যাংক। ৫০১ দিন থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ হারে সুদ প্রদান করা হচ্ছে। ২ বছর থেকে ৩ বছর এবং ৩ বছর থেকে ৫ বছরের স্থায়ী আমানতেও সুদের হার একই।
৫ বছর থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৫.৮৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৬.৬০ শতাংশ সুদ প্রদান করা হচ্ছে। এছাড়াও বন্ধন ব্যাংকের পক্ষ থেকে ৭ শতাংশ সুদ প্রদান করা হচ্ছে সেভিংস ব্যালেন্স অ্যাকাউন্টে। ১ লাখ টাকা পর্যন্ত ৩ শতাংশ, ১ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৬ শতাংশ এবং ১০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত ৭ শতাংশ হারে বন্ধন ব্যাংক সুদ দিচ্ছে গ্রাহকদের।