কবে প্রকাশ হবে লোকসভার নির্ঘন্ট? সামনে এল দিনক্ষণ! কোমর বাঁধছে শাসক-বিরোধীরা

বাংলা হান্ট ডেস্ক : ঠিক কবে ভোট (Lok Sabha Election 2024)? ভোটের দিনক্ষণ (Polling Date) নিয়ে আলোচনার শেষ নেই। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। যদিও ঠিক কোন দিন ভোট হবে তা এখনো ঠিক জানা যায়নি। কিন্তু গতবারের লোকসভা ভোটের সাথে মিলিয়ে হিসেব মেলাচ্ছেন অনেকে।

আসলে গেলবার অর্থাৎ 2019 সালের 10 মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা হয় এবং ভোট শুরু হয় 11 এপ্রিল থেকে। তাহলে এবার ঠিক কোন দিন থেকে ভোট শুরু হবে? সেই নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলেছে রাজ্যবাসীর মনে। আম জনতার পাশাপাশি সময়ের অঙ্ক মেলাচ্ছেন রাজনৈতিক কারবারিরাও।

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা যে, প্রধানমন্ত্রী মোদীর রাজ্যসফর শেষ না হওয়া পর্যন্ত লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা নাও হতে পারে। এদিকে বিভিন্ন রাজ্যে নানান প্রকল্পের উদ্বোধন করছেন তিনি। একবার যদি ভোটের ঘোষণা হয়ে যায় তারপর আর এইসব প্রকল্পের উদ্বোধন করা সম্ভব হবেনা। যদিও বিষয়টি সম্পর্কে কোনো বিবৃতি সামনে আসেনি এখনো।

আরও পড়ুন: রাহুল গান্ধীর সভায় মোদীর নামে জয়ধ্বনি! পাল্টা ‘ফ্লাইং কিস’ দিয়ে ‘আলু’ পেলেন কংগ্রেস সাংসদ

general elections 20197 780x438

তবে অনেকেই এটিকে আবার মিলিয়ে দেখছেন গত পঞ্চায়েত ভোটের সাথে। সেবার জেলায় জেলায় অভিষেক বন্দোপাধ্যায়ের জন যাত্রা চলছিল। যাত্রা শেষ হওয়ার পরই ভোটের ঘোষণা হয়। উল্লেখ্য যে, আগামী 13 মার্চ অবধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফর রয়েছে। তাই ধরে নেওয়া হচ্ছে যে, তারপরই ভোটের দিন ঘোষণা হতে পারে।

আরও পড়ুন : বাধা পুলিশ! মোদীর সভায় না পৌঁছতে পেরে ক্ষুব্ধ সন্দেশখালির মহিলারা! ফের বিক্ষোভের আগুন

এখন 13 মার্চ ভোটের দিন ঘোষণা হলে, তার অন্তত একমাস পর ভোটের আয়োজন হতে পারে। সেক্ষেত্রে এপ্রিল মাসের মাঝামাঝি দিকে ভোট হতে পারে। আপাতত সেই তারিখকে পাখির চোখ করেই রাজনৈতিক দলগুলিও তাদের শেষ পর্বের প্রস্তুতি নিচ্ছে। সেরকম ভাবে প্রচারও শুরু করে দিয়েছে শাসক থেকে বিরোধী দলগুলি।

 

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর