বহু বিতর্ক! সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে এবার সুখবর দিলেন সজল ঘোষ, বললেন, আমাদের…

Published on:

Published on:

Santosh Mitra Square(1)

বাংলা হান্ট ডেস্কঃ এবছর অপারেশন সিঁদুর থিমে তাক লাগিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার (Santosh Mitra Square)। কলকাতার নামকরা সেরা পুজোগুলির মধ্যে অন্যতম একটি হল সন্তোষ মিত্র স্কোয়ার। নিজেদের অভিনব প্রয়াসে প্রত্যেক বছর দর্শনার্থীদের ভিড় টানে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। অমিত শাহের হাত ধরে উদ্বোধন, তারপর একের পর এক বিতর্ক এই পুজোকে ঘিরে। তবে সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে লেবুতলা পার্কের পুজো। এবারে এই পুজো নিয়েই বড় সুখবর দিলেন সজল ঘোষ (Sajal Ghosh)।

কি বললেন সজলবাবু? Santosh Mitra Square

গেরুয়া শিবিরের নেতা সজল ঘোষের পুজো বলে খ্যাত সন্তোষ মিত্র স্কোয়ার। উদ্যোক্তাদের মধ্যে অন্যতম মুখ বিজেপি কাউন্সিলর সজল ঘোষ জানালেন, ‘আমাদের প্রতিমার বিসর্জন আগামী ৪ তারিখ, দ্বাদশীর দিন। একাদশীর রাত অবধি সবটাই দর্শকদের জন্য থাকবে।’ নবমীর রাতে দর্শকদের এই সুখবর দিয়েছেন তিনি।

Santosh Mitra Square

উল্লেখ্য, গতবারও পুলিশের সঙ্গে সংঘাতের ঘটনায় এই পুজো নিয়ে বাড়তি চর্চা যেমন শুরু হয়েছিল, এই বছরও সেই চিত্র বদলায়নি মোটেও। এবারেও চর্চায় সন্তোষ মিত্র স্কোয়ার (Santosh Mitra Square)। গত শুক্রবারই খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করেন। তারপর প্রথম দিন থেকেই সন্তোষ মিত্র স্কোয়্যার জনতার ঢল নামে। তবে এরই মাঝে একাধিকবার আসে পুলিশি নোটিস।

আরও পড়ুন: পুজোর মধ্যেই বকেয়া DA মামলায় বড় মোড়! সুপ্রিম কোর্টে চূড়ান্ত লিখিত সাবমিশন কনফেডারেশনের, কি বলা হচ্ছে?

Santosh Mitra Square

গতকাল এই নিয়ে প্রশাসনকে খোঁচা দিয়ে সজলবাবু বলেন, ‘অকারণ ছোটাছুটি করছেন। চার মাস ধরে তো চেষ্টা করলেন, তাও অঙ্কের খাতায় জিরো পেলেন। এখন ছোটাছুটি করে… যদি নিজেকে ফিট রাখতে চান আলাদা কথা। তাছাড়া আর কোনও অতিরিক্ত লাভ হবে বলে আমার মনে হয় না।’

শুধুমাত্র প্রতিশোধস্পৃহা থেকে পরিকল্পনামাফিক এই পুজো পুলিশ পন্ড করার চেষ্টা করেছে বলেও অভিযোগ তোলেন বিজেপি নেতা।