শাহরুখের মুকুটে নতুন পালক, টম ক্রুজ-টেলর সুইফটদের পেছনে ফেলে বিশ্বের ধনীতম অভিনেতা কিং খান

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সময়টা বেশ ভালো কাটছে শাহরুখ খানের (Shahrukh Khan)। একদিকে বক্স অফিসে দুর্দান্ত কামব্যাক, তিন দশকের ফিল্মি কেরিয়ারে প্রথম জাতীয় পুরস্কার, তার উপর এখন আবারও এক নতুন পালক জুড়ল কিং খানের মুকুটে। বিশ্বের সবথেকে ধনী অভিনেতার আসনে বসলেন তিনি। প্রথমবার বিলিয়নেয়ারদের তালিকায় নাম উঠল শাহরুখের (Shahrukh Khan)।

বিশ্বের ধনীতম অভিনেতা এখন শাহরুখ খান (Shahrukh Khan)

বলিউড তথা ভারতের ধনীতম অভিনেতা হিসেবে আগে থেকেই নাম ছিল শাহরুখের (Shahrukh Khan)। এবার সমগ্র বিশ্বে এই তকমার অধিকারী হলেন তিনি। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ এর তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের ধনীতম তারকা শাহরুখ খান (Shahrukh Khan)। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা ১২ হাজার ৪৯০ কোটি টাকা। অভিনয় জীবনের ৩৩ বছর পার করে ধনকুবেরদের তালিকায় নাম লেখালেন শাহরুখ (Shahrukh Khan)।

Shahrukh Khan became world's richest celebrity

কে কে রয়েছেন তালিকায়: তালিকা অনুযায়ী, শাহরুখের (Shahrukh Khan) পরেই ধনীদের তালিকায় দ্বিতীয় নাম জুহি চাওলা এবং তাঁর পরিবারের। তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি টাকা। তৃতীয় স্থানে ২ হাজার ১৬০ কোটি টাকার সম্পত্তি নিয়ে রয়েছেন হৃতিক রোশন। চার নম্বরে রয়েছেন করণ জোহর এবং পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন অমিতাভ বচ্চন এবং তাঁর পরিবার।

আরও পড়ুন : জাঁকজমকে হার মানাবে তাবড় বিমানবন্দরকে, নবরাত্রি শেষেই নভি মুম্বই এয়ারপোর্ট উদ্বোধন মোদীর

কত সম্পত্তির অধিকারী শাহরুখ: করণের সম্পত্তির পরিমাণ ১৮৮০ কোটি টাকা। অন্যদিকে বচ্চনরা মোট ১৬৩০ কোটি টাকার সম্পত্তির অধিকারী। উল্লেখ্য, ২০২৪ সালেই হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে নাম উঠেছিল শাহরুখের। সে সময় অবশ্য তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৭ হাজার ৩০০ কোটি টাকা। তবে এক বছরেই তা বেড়ে ১২ হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে! রিপোর্ট বলছে, মূলত এত বছর পর শাহরুখের (Shahrukh Khan) পরপর তিনটি ছবির সাফল্য, প্রযোজনা সংস্থার লাভের সঙ্গে সঙ্গে আইপিএল টিমের ব্যবসার মুনাফার কারণেও এত বাড়বাড়ন্ত।

আরও পড়ুন : হেলমেট ছাড়া বেপরোয়া গতি, রাতভর মদ্যপদের উৎপাত, পুজোর ৪ দিনেই কত বাইক ধরা পড়ল পুলিশের হাতে!

তালিকা থেকে জানা যাচ্ছে, হলিউডের তাবড় তারকাদেরও সম্পত্তির দিক দিয়ে পেছনে ফেলে দিয়েছেন শাহরুখ। মার্কিন পপ গায়িকা টেলর সুইফটের সম্পত্তির পরিমাণ ১.৩ বিলিয়ন, সেলিনা গোমেজের সম্পত্তির পরিমাণ ৭২০ মিলিয়ন, টম ক্রুজের সম্পত্তির পরিমাণ ৬০০ মিলিয়ন। এঁদের সকলকেই পেছনে ফেলে দিয়েছেন শাহরুখ খান।