লাল টুকটুকে শাড়ি-গয়নায় যেন নতুন বউ, রাজকে পাশে নিয়ে মা দুর্গাকে বরণ করলেন শুভশ্রী

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুজো শুরু হতে না হতেই শেষ। আজ বিজয়া দশমী। তারকারাও যোগ দিয়েছেন মায়ের বরণে। প্রত্যেক বছরেই নিয়ম মেনে মা দুর্গার বরণ করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। এবারেও তার অন্যথা হল না। দশমীর দিন সেজেগুজে নিষ্ঠাভরে মায়ের বরণ করলেন তিনি।

দশমীতে মা দুর্গাকে বরণ করলেন শুভশ্রী (Subhashree Ganguly)

এদিন লাল টুকটুকে শাড়িতে সেজেছিলেন শুভশ্রী (Subhashree Ganguly)। সঙ্গে সর্বাঙ্গে গয়না, পায়ে আলতা সিঁথিতে সিঁদুর নিয়ে চোখ যেন ফেরানো যাচ্ছিল না তাঁর দিক দিয়ে। পাশে গোলাপি রঙের পাঞ্জাবি আর লাল হলুদ রঙা ধুতিতে দেখা গেল অভিনেত্রীকে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, হাতে বরণডালা নিয়ে গাড়ি থেকে নামেন শুভশ্রী (Subhashree Ganguly)।

Subhashree Ganguly stunned in bijaya dashami

পুজোয় চুটিয়ে আনন্দ করেছেন অভিনেত্রী: নিয়ম রীতি মেনেই মা দুর্গাকে বরণ করেন অভিনেত্রী। তবে এদিন দুই ছেলেমেয়েকে বাড়িতে রেখে এসেছিলেন রাজ শুভশ্রী। যদিও পুজোর কটাদিন পরিবারের সকলের সঙ্গেই মন খুলে আনন্দ করতে দেখা গিয়েছে শুভশ্রীকে (Subhashree Ganguly)। নিজের হাতে ঢাকের কাঠিও তুলে নিয়েছিলেন তিনি। বিভিন্ন মণ্ডপেও ঘুরতে দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুন : হেলমেট ছাড়া বেপরোয়া গতি, রাতভর মদ্যপদের উৎপাত, পুজোর ৪ দিনেই কত বাইক ধরা পড়ল পুলিশের হাতে!

ভাইরাল হয়েছে ভিডিও: প্রসঙ্গত, মা দুর্গাকে বরণ করার ভিডিওটি শেয়ার করা হয়েছে শুভশ্রীর একটি ফ্যানপেজ থেকে। আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। শুভশ্রীর (Subhashree Ganguly) সাজের ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছে নেটিজেনদের।

আরও পড়ুন : শাহরুখের মুকুটে নতুন পালক, টম ক্রুজ-টেলর সুইফটদের পেছনে ফেলে বিশ্বের ধনীতম অভিনেতা কিং খান

প্রসঙ্গত, এবছর পুজোয় কোনও ছবি মুক্তি পায়নি শুভশ্রীর। তবে পুজোর আগে আগে মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। দীর্ঘ টালবাহানার পর অবশেষে মুক্তির আলো দেখেছে জুটি হিসেবে দেব শুভশ্রীর শেষ ছবি ‘ধূমকেতু’। বক্স অফিসেও ভালো সাড়া ফেলেছে ছবিটি।