বাংলাহান্ট ডেস্ক: ভারতের (India) প্রশংসায় পঞ্চমুখ এএসএমএল। ব্রাসেলসে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে সেমিকন্ডাক্টর শিল্পের অন্যতম প্রধান সংস্থা এএসএমএল (ASML)-এর এক্সিকিউটিভ ফ্রাঙ্ক হিমস্কার্কের মন্তব্য বিশ্ব বিনিয়োগ জগতে ভারতের ভাবমূর্তি একেবারেই নতুন মাত্রা দিয়েছে। চিপ নির্মাণের জন্য অপরিহার্য লিথোগ্রাফিক মেশিন তৈরি করে এএসএমএল, যা এক কথায় মনোপলি সংস্থা। তাদের তরফে ভারতের অর্থনীতি ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে ইতিবাচক মন্তব্য যে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অবস্থানকে আরও দৃঢ় করে তুলবে, সে ব্যাপারে বিশেষজ্ঞরা নিশ্চিত।
সেমিকন্ডাকটরে ভারতের প্রশংসা এএসএমএল-এর (India)
ফ্রাঙ্ক হিমস্কার্ক তাঁর বক্তব্যে একদিকে যেমন ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন, অন্যদিকে সমালোচনার তির ছুঁড়েছেন ইউরোপীয় ইউনিয়নের আমলাতন্ত্রের দিকে। তিনি জানিয়েছেন, এএসএমএলের সিইও ক্রিস্টোফ ফুকেট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দু’ঘণ্টা দীর্ঘ বৈঠক করেছেন। সেই বৈঠকে প্রধানমন্ত্রী নিজে এএসএমএল-কে সরাসরি জিজ্ঞেস করেছেন, ভারতের পক্ষ থেকে কী ধরনের সাহায্য দেওয়া সম্ভব। মোদীর এই ‘বিজনেস-ফ্রেন্ডলি’ মনোভাবকে অত্যন্ত ইতিবাচক হিসেবে ব্যাখ্যা করেছেন হিমস্কার্ক। তাঁর মতে, এতটা অ্যাক্সেসিবল এবং বিনিয়োগবান্ধব মনোভাব ইউরোপে খুব কমই দেখা যায়।
আরও পড়ুন: কিছুতেই “ঝুঁকবে না” ভারত! শুল্কবাণের আবহে নয়াদিল্লির পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন পুতিন
একই দিনে তিনি ইউরোপীয় ইউনিয়নের কার্যপদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে দেখা করা এতটাই জটিল যে, হোয়াইট হাউসের সিনিয়র অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করাও তুলনায় সহজ। এই সরল অথচ স্পষ্ট মন্তব্য ব্যবসায়িক মহলে আলোড়ন ফেলে দিয়েছে। অনেকেই মনে করছেন, হিমস্কার্কের এই মন্তব্য ভারতের বিনিয়োগ-পরিবেশকে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলবে এবং ইউরোপীয় ইউনিয়নের আমলাতান্ত্রিক জটিলতার বিপরীতে ভারতকে (India) এক ‘ওপেন’ ও ‘প্রমিসিং’ বাজার হিসেবে তুলে ধরবে।
২০২১ সালে ভারত (India) সেমিকন্ডাক্টর মিশন চালু করার পর থেকে এই খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করাই ছিল অন্যতম লক্ষ্য। বিশ্বের বৃহত্তম সেমিকন্ডাক্টর যন্ত্র প্রস্তুতকারী সংস্থা এএসএমএল যদি ভারতের প্রতি আস্থা প্রদর্শন করে, তাহলে নিঃসন্দেহে বিনিয়োগকারীদের মধ্যে একটি বড়সড় আস্থার সঞ্চার হবে। বর্তমানে সেমিকন্ডাক্টর শিল্প শুধু প্রযুক্তি ক্ষেত্রেই নয়, বরং গোটা বৈশ্বিক অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভে পরিণত হয়েছে। চিপ নির্মাণের মতো জটিল ও ব্যয়সাপেক্ষ ক্ষেত্রে এএসএমএলের মতো সংস্থার বক্তব্য তাই ভারতের জন্য এক বিশাল কূটনৈতিক ও অর্থনৈতিক বার্তা।
ভারতে (India) সেমিকন্ডাক্টর উৎপাদনের অবকাঠামো গড়ে তোলার চেষ্টা ইতিমধ্যেই জোরকদমে চলছে। সরকারের পক্ষ থেকে নানা প্রণোদনা ঘোষণা করা হয়েছে, যাতে বৈশ্বিক বিনিয়োগকারীরা আকৃষ্ট হন। ফ্রাঙ্ক হিমস্কার্কের বক্তব্য সেই প্রচেষ্টাকে নতুন মাত্রা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে এএসএমএল যেভাবে আধিপত্য বিস্তার করে আছে, তাদের তরফে ভারতের ব্যবসায়িক পরিবেশকে প্রশংসা করা মানে একরকমভাবে ভারতের ভবিষ্যৎ সেমিকন্ডাক্টর শিল্পকে সিলমোহর দেওয়া।
বিশেষজ্ঞদের মতে, এই মন্তব্যের ফলে ভারতের (India) প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে। ইউরোপীয় ইউনিয়নের কঠোর আমলাতন্ত্র ও শ্লথ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বিপরীতে ভারতকে আরও দ্রুত, আরও সহজলভ্য এবং আরও লাভজনক বিনিয়োগের ক্ষেত্র হিসেবে দেখা হবে। আগামী দিনে ভারতে সেমিকন্ডাক্টর খাতে বিপুল বিদেশি বিনিয়োগ আসবে, এই আশাই এখন করছে গোটা শিল্প জগত।