বাংলা হান্ট ডেস্ক: এশিয়া কাপে জয়লাভ করার পরেই এবার ভারত (Team India) এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট ম্যাচ শুরু হয়ে গেছে। যা ক্রিকেট অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। কিন্তু টিম ইন্ডিয়ার এই ভক্তরা যে মুহূর্তটির জন্য সবচেয়ে বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই মুহূর্তটিও খুব বেশি দূরে নয়। মূলত, ভারত-ওয়েস্ট ইন্ডিজ আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনে মাঠে খেলা চলবে, সেই সময়ে BCCI-এর সিনিয়র মেন্স সিলেকশন কমিটিও বৈঠক করবে। যেখানে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল নির্বাচন নিয়ে আলোচনা হতে। প্রত্যাশা অনুযায়ী, টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি এবং বর্তমান ODI অধিনায়ক রোহিত শর্মাও এই সফরে প্রায় ৭ মাস পর টিম ইন্ডিয়ায় ফিরতে পারেন।
টিম ইন্ডিয়ায় (Team India) প্রত্যাবর্তন ঘটবে রোহিত-বিরাটের?
৯ মার্চের পরে হতে পারে দলে প্রত্যাবর্তন: ক্রিকবাজের একটি রিপোর্টে জানা গেছে যে নির্বাচক কমিটি আগামী ৪ অক্টোবর অর্থাৎ শনিবার অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল নির্বাচন করবে এবং ওই দিনই স্কোয়াডের ঘোষণা করতে পারে। অক্টোবরের দ্বিতীয়ার্ধে সম্পন্ন হতে চলা এই সফরে টিম ইন্ডিয়া (Team India) ODI এবং T20 সিরিজ খেলবে। T20 এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া বিরাট এবং রোহিত বর্তমানে কেবল ODI ক্রিকেটই খেলবেন। এমন পরিস্থিতিতে, এই সফরে তাঁদের প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে।
জানিয়ে রাখি যে, রোহিত এবং বিরাট এর আগে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার (Team India) হয়ে খেলেছিলেন। যেখানে রোহিতের নেতৃত্বে ভারত শিরোপা জিতেছিল। ফাইনালে রোহিত ৭৬ রানের ইনিংস খেলেন। অপরদিকে, বিরাট পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন।
আরও পড়ুন: বড় চমক Apple-এর! আসছে নতুন iPhone, রয়েছে দুর্ধর্ষ সব ফিচার্স, কবে হবে লঞ্চ?
গত ৯ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের পর, এই দুই তারকাকে কেবল ২০২৫ সালের IPL-এ খেলতে দেখা গিয়েছিল। প্রথমে রোহিত এবং পরে কোহলি টেস্ট টিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন।
আরও পড়ুন: হিসেবে গরমিল! আদানির এই কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন আয়কর দফতরের, হল ২৩ কোটির জরিমানা
এটাই কী তাঁদের শেষ সিরিজ: এদিকে, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে রোহিত এবং বিরাট সুযোগ পেলে এটাই তাঁদের শেষ সিরিজ হবে কি না তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। এছাড়াও, তাঁরা পরবর্তী সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলবেন কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে, তার আগে অস্ট্রেলিয়া সিরিজের বিরুদ্ধে ভারতীয় দলের স্কোয়াড কেমন হবে আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।