অক্টোবর মাসের শেষেই মোটা টাকা ঢুকবে অ্যাকাউন্টে! সরকারি কর্মীদের জন্য এল সুখবর

Published on:

Published on:

dearness allowance

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার সরকারি কর্মীরা এখনও ডিএ-র (Dearness Allowance) আশায় পথ চেয়ে বসে থাকলেও সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী (Central Government Employees ) ও পেনশনভোগীদের (Pension) জন্য ফের এক দফায় ডিএ বৃদ্ধি করা হয়েছে।

সপ্তম পে কমিশনের আওতায় শেষবার ডিএ বৃদ্ধি পেয়েছে | Dearness Allowance

এবারে ৩% ডিএ বৃদ্ধি পেয়েছে। যা কার্যকর হবে ১ জুলাই ২০২৫ থেকে। এরই সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম ডিএ বেড়ে দাঁড়িয়েছে ১০,৪৪০ টাকা। একইসাথে মিলবে ৩ মাসের বকেয়া ডিএ অর্থাৎ এরিয়ারও।

উল্লেখ্য, ডিএ বৃদ্ধির ফলে ফলে ১ কোটি ২০ লক্ষেরও বেশি কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হতে চলেছেন। বর্তমানে ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এবার এক ধাক্কায় ৩% বেড়ে তা বেড়ে হচ্ছে ৫৮ শতাংশ।

ডিএ-র সর্বশেষ এই বৃদ্ধির ফলে লেভেল-১ কর্মচারী যাদের ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা, তাদের প্রতি মাসে ডিএ বৃদ্ধি পেয়ে হচ্ছে ১০,৪৪০ টাকা। ন্যূনতম মাসিক মূল বেতন ৯,০০০ টাকা হলে ৩% বেড়ে ন্যূনতম ডিএ প্রতি মাসে হচ্ছে ৫,২২০ টাকা।

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী, উভয়ই ১ জুলাই ২০২৫ থেকে ডিএ এবং ডিআর বকেয়া পেয়ে যাবেন। অক্টোবর মাসের বেতনের সঙ্গেই লেভেল-১ কর্মচারীরা বকেয়া বাবদ অর্থ পাবেন। যাঁদের মূল বেতন ৫০,০০০ টাকা, তাঁরা ৫৫% হিসেবে ২৭,৫০০ টাকা ডিএ পেতেন। এবার মাসিক অতিরিক্ত ১,৫০০ টাকা বেড়ে তা হবে ২৯,০০০ টাকা।

dearness allowance(45)

আরও পড়ুন: যুব সমাজের উন্নয়নে বড় উপহার, শনির সকালে ৬২০০০ কোটি টাকার প্রকল্পের সূচনা হবে প্রধানমন্ত্রীর হাতে

সপ্তম বেতন কমিশনের আওতায় বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার। জানুয়ারি ও জুলাইতে। চলতি বছরের জন্য দ্বিতীয়বার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর ঘোষণা হল। এবারের নতুন ডিএ-র হার ১ জুলাই থেকে প্রযোজ্য হবে।