ধেয়ে আসছে ভয়ঙ্কর সঙ্কট! প্রতি সেকেন্ডে শুকিয়ে যাচ্ছে গঙ্গার জল, বিজ্ঞানীরা দিলেন চাঞ্চল্যকর তথ্য

Published on:

Published on:

The Ganges water is drying up every second.

বাংলাহান্ট ডেস্ক: ভয়ংকর সংকটের মুখে দাঁড়িয়ে আমাদের সাধের গঙ্গা (The Ganges) । গবেষণা বলছে, আগামী দিনে যদি পরিস্থিতি এভাবেই চলতে থাকে, তবে এক সময় আমাদের ঘরের কল থেকেও আর জল আসবে না। নদীর প্রবাহ ভয়াবহ হারে কমছে। এমনই সতর্কবার্তা উঠে এসেছে প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেসের প্রকাশিত এক গবেষণায়। বিশেষজ্ঞদের মতে, গঙ্গা এখন এমন এক তীব্র খরা-পরিস্থিতির মুখোমুখি হয়েছে, যা গত ১৩০০ বছরের মধ্যে সবচেয়ে গুরুতর।

শুকিয়ে যাচ্ছে গঙ্গা (The Ganges):

গবেষণায় উঠে এসেছে, ১৪ শতক ও ১৬ শতকে একবার ভয়ংকর খরার মুখোমুখি হয়েছিল গঙ্গা (The Ganges)। তবে ইতিহাসের সেই সংকটকেও ছাপিয়ে গেছে বর্তমান পরিস্থিতি। ১৯৯১ থেকে ২০২০ সালের মধ্যে গঙ্গার শুকিয়ে যাওয়ার প্রবণতা ১৬ শতকের ভয়ংকর খরার তুলনায় ৭৬ শতাংশ বেশি তীব্র। গান্ধীনগর আইআইটি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

The Ganges water is drying up every second.

আরও পড়ুন: এক বর্ণও উদ্ধার করা সম্ভব হয়, ‘হয় স্পষ্ট করে লিখুন নয়তো…’, প্রেসক্রিপশন নিয়ে চিকিৎসকদের নির্দেশ হাইকোর্টের

বিজ্ঞানীরা ট্রি-রিং ডেটা এবং মনসুন এশিয়া ড্রট অ্যাটলাস ব্যবহার করে ৭০০ খ্রিস্টাব্দ থেকে ২০১২ সাল পর্যন্ত গঙ্গার ফ্লো রেকর্ড পুনর্গঠন করেন। সেখানেই ফুটে উঠেছে এই ভয়াবহ বাস্তবতা। গবেষকরা ১৯৯১ সালকে একটি ‘চেঞ্জপয়েন্ট’ হিসেবে চিহ্নিত করেছেন, যখন গঙ্গার বার্ষিক স্রোতধারা সবচেয়ে নিম্নতম স্তরে নেমে যায় (The Ganges)।

তথ্য অনুযায়ী, গঙ্গার (The Ganges) প্রবাহের ঘাটতি প্রতি সেকেন্ডে প্রায় ৬২০ কিউবিক মিটার জল। বুঝতে সুবিধা করতে বলা যায়, এই পরিমাণ জল মানে প্রতি সেকেন্ডে ৬ লক্ষ ২০ হাজার ১ লিটারের বোতল ভর্তি করা যাবে, অথবা অলিম্পিক্সের ১৬টি সুইমিং পুল একসঙ্গে ভরে ফেলার মতো জল কমছে গঙ্গার বুকে।

এমন পরিস্থিতি যে ভয়াবহ বিপদের ইঙ্গিত দিচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষজ্ঞরা বলছেন, গঙ্গার (The Ganges) স্রোত কমে গেলে সরাসরি প্রভাব পড়বে আমাদের প্রতিদিনের জীবনে। যে জল আমরা ঘরের কল থেকে ব্যবহার করি, সেই জোগানই মারাত্মকভাবে কমে যেতে পারে। শুধু পানীয় জল নয়, কৃষি, শিল্প এবং বিদ্যুৎ উৎপাদন—সব ক্ষেত্রেই মারাত্মক সংকট তৈরি হবে।

আরও পড়ুন: গ্যাঁজলা উঠছিল মুখ দিয়ে, বিষ খাইয়ে খুন জুবিনকে? বিষ্ফোরক অভিযোগ প্রত্যক্ষদর্শীর

ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা গঙ্গা আজ বিপন্নতার এক চরম পর্যায়ে এসে দাঁড়িয়েছে। গবেষকরা সতর্ক করেছেন, এখনই যদি জলসম্পদ সংরক্ষণ, টেকসই ব্যবহার এবং পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হয়, তবে আগামী কয়েক দশকের মধ্যেই গঙ্গা (The Ganges) শুকিয়ে যাওয়ার ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে।

এই ভয়াবহ তথ্য আমাদের মনে করিয়ে দেয়, গঙ্গাকে (The Ganges) শুধু নদী হিসেবে নয়, আমাদের জীবনের অবিচ্ছেদ্য উৎস হিসেবেও রক্ষা করা এখন সময়ের দাবি। গঙ্গার ভবিষ্যৎ বাঁচাতে হলে এখনই ব্যবস্থা নেওয়া জরুরি, নইলে আগামী প্রজন্ম হয়তো আর গঙ্গার জল দেখতেই পাবে না।