মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা, চাকরির সংস্থান, উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা মমতার

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : চরম দুর্যোগের মুখে উত্তরবঙ্গ। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি দেখতে সোমবারই শিলিগুড়ির উদ্দেশে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে দমদম বিমানবন্দর থেকেই উত্তরবঙ্গে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মমতা (Mamata Banerjee)।

উত্তরবঙ্গে যাওয়ার আগে ঘোষণা মমতার (Mamata Banerjee)

সোমবার দমদম বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, এটা ‘ম্যানমেড’ বন্যা। ইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। কেন্দ্রকে কটাক্ষ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিহার, উত্তরপ্রদেশ থেকে জল আসছে। গঙ্গা টইটম্বুর। ডিভিসিও ইচ্ছা মতো জল ছাড়ছে। মাইথন, ডিভিসি, পাঞ্চেতের জন্য জলযন্ত্রণা ভোগ করতে হচ্ছে।

Mamata Banerjee announced help for north bengal flood

কী অভিযোগ মুখ্যমন্ত্রীর: কিছুদিন আগে শহরের ভয়াবহ পরিস্থিতির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘সেদিন কী অবস্থা হয়েছিল কলকাতার! এদিকে ভুটান, সিকিমের জলে নাগরাকাটা, ধূপগুড়ির ভয়ঙ্কর অবস্থা। ম্যানমেড বন্যায় এতগুলো প্রাণ গেল’। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, হাসিমারা হয়ে নাগরাকাটা যাবেন তিনি।

আরও পড়ুন : মিরিকেই মৃত্যু ১১ জনের, উত্তরবঙ্গে দুর্যোগ অব্যাহত, প্রকাশ্যে মৃতদের সম্পূর্ণ তালিকা

কী ঘোষণা মমতার: বিমানবন্দর থেকেই মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর কথায়, মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হয় না। তবে পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের তো বাঁচতে হবে। এরপরেই পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা বলেন মমতা

আরও পড়ুন : ২৪ ঘন্টা মিলবে সাহায্য, বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে রাজভবনে ‘পিস রুম’, মুখ্যমন্ত্রীর পাশাপাশি উত্তরবঙ্গের পথে রাজ্যপালও

উত্তরবঙ্গের পাঁচ জেলাশাসকের সঙ্গে বাড়ি থেকে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রবিবার তিনি বলেন, পর্যটকদের তিনি অনুরোধ করেছেন যেখানে তারা রয়েছেন সেখানেই থাকতে। তাদের উদ্ধার করার জন্য কাজ করছে পুলিশ প্রশাসন।