বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে শেয়ার বাজার (Share Market) ভালো পর্যায় রয়েছে। বেশিরভাগ কোম্পানি ক্ষেত্রে শেয়ারের দাম বাড়ছে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন বিনিয়োগকারীরা। এই আবহে একটি কোম্পানির শেয়ার দৃষ্টি আকর্ষণ করেছে সবার। ওই কোম্পানির নাম ইন্দো থাই সিকিউরিটিজ লিমিটেড। একসময় ২ টাকারও কম দামে পাওয়া এই কোম্পানির শেয়ার এখন বিনিয়োগকারীদের কোটিপতিতে পরিণত করেছে। দুর্দান্ত রিটার্ন প্রদান করেছে ইন্দো থাই সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার।
শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে এই কোম্পানির স্টক:
মাত্র ১ মাসেই টাকা প্রায় দ্বিগুণ হয়ে গেছে: প্রথমে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলা যাক। গত মাসেই এই শেয়ারে (Share Market) রকেটের গতি পরিলক্ষিত হয়েছে। শেয়ারের দাম প্রায় ১০০ শতাংশেরও বেশি বেড়েছে। সহজ কথায়, যদি কেউ এক মাস আগে এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে আজ তাঁর অ্যাকাউন্টে ১.৯ লক্ষ টাকা জমা হবে। এর অর্থ হল মাত্র ১ মাসে ৯০,০০০ টাকার সরাসরি লাভ মিলত। সোমবারও, এই শেয়ারে ২.৯৫ শতাংশ বৃদ্ধি ঘটেছে। বর্তমানে এই শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩১৪.০৫ টাকায়।
১ লক্ষ টাকা এক বছরে ৪ লক্ষ টাকায় পরিণত হয়েছে: বার্ষিক পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে যে, এই শেয়ারটি দুর্দান্ত রিটার্ন প্রদান করেছে। ইন্দো থাই সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারে (Share Market) বিনিয়োগ করা অর্থ প্রায় ৪ গুণ বেড়েছে। অর্থাৎ, যাঁরা ১ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন, সেই অর্থ এখন বেড়ে ৪ লক্ষে পৌঁছে গিয়েছে। আর এই কারণেই এই শেয়ারটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সোমবার এই শেয়ারের দাম সর্বকালের সর্বোচ্চ ৩১৭ টাকা ছুঁয়েছে। যা ইঙ্গিত দেয় যে এর গতি এখনও থামেনি।
৫ বছরে কোটিপতি: ৫ বছরের পরিসংখ্যানের দিকে তাকালে শেয়ারটির (Share Market) শক্তিশালী রিটার্ন সম্পর্কে ইঙ্গিত পাওয়া যাবে। ৫ বছরে এই শেয়ারে ১৮,৩০০ শতাংশেরও বেশি রিটার্ন মিলেছে। ৫ বছর আগে, শেয়ারটির মূল্য ছিল মাত্র ১.৭১ টাকা। আর এখন দাম ৩১৫ টাকা ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন: মিলবে সুপারফাস্ট কানেক্টিভিটি! কবে লঞ্চ হবে BSNL 5G? জানিয়ে দিলেন টেলিযোগাযোগ মন্ত্রী
অর্থাৎ, কেউ যদি সেই সময়ে এই শেয়ারে (Share Market) ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন, আজ তাঁর সেই টাকা প্রায় ১ কোটি ৮৪ লক্ষ টাকায় পরিণত হত। সেই সময়ে যাঁরা এই সস্তার শেয়ার কিনেছিলেন এবং ধৈর্য ধরেছিলেন তাঁরা এখন কোটিপতি হয়ে গিয়েছেন।
বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।