বাংলাহান্ট ডেস্ক : কোজাগরী লক্ষ্মীপুজো (Lakshmi Puja) বলতেই উঠে আসে মহানায়ক উত্তম কুমারের বাড়ির লক্ষ্মীপুজো। নিজে উদ্যোগ নিয়ে বাড়িতে লক্ষ্মীপুজোর প্রচলন করেছিলেন অভিনেতা। সেই চল এখনও বজায় রয়েছে চট্টোপাধ্যায় পরিবারে। এখন দায়িত্ব নিয়েছেন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় এবং নাতবৌ দেবলীনা কুমার। এবছর ৭৫ এ পা দিল এই পুজো (Lakshmi Puja)। সেই উপলক্ষে রয়েছে বিশেষ আয়োজন।
উত্তম কুমারের বাড়ির লক্ষ্মীপুজোর (Lakshmi Puja) ৭৫ বছর
মহানায়কের দুই নাতনি নবমিতা এবং মৌমিতা জানান, এ বছর পুজোর ৭৫ বছর উপলক্ষে বাড়িতে বসেছে ভিয়েন। আগে উত্তম কুমারের আমলে বাড়িতে বসত ভিয়েন, তৈরি হত পুজোর (Lakshmi Puja) নানান মিষ্টি। সেই ধারা ফিরিয়ে আনলেন নাতবৌ দেবলীনা।
কেমন ব্যবস্থা হল পুজোর: উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবীর মুখের আদলে তৈরি এ বাড়ির দেবী প্রতিমা। মহানায়কের আমলে যে শিল্পী প্রতিমা তৈরি করতেন, তাঁদের পরিবারই বংশপরম্পরায় বরাত পেয়ে আসছেন চট্টোপাধ্যায় বাড়ির প্রতিমা (Lakshmi Puja) তৈরির। উত্তম কুমারের আসনে এখন সংকল্পে বসেন গৌরব। পাশে থাকেন দেবলীনা। এদিন বেগুনি পাড়ের সাদা কাঞ্জীভরম শাড়ি, সোনার গয়নায় সেজে উঠেছিলেন তিনি।
আরও পড়ুন : মৃত্যুর ২৪ ঘন্টা আগে কারা হানা দেন জুবিনের ঘরে! মামলার মোড় ঘুরিয়ে দিল বিষ্ফোরক তথ্য
কীভাবে সাজেন প্রতিমা: প্রতি বছরই নতুন সোনার গয়না হয় লক্ষ্মী প্রতিমার (Lakshmi Puja)। মৌমিতা জানান, এবছর নতুন চিক আর সোনার হার হয়েছে। সমস্ত সোনার গয়নাই পরানো হয় দেবী প্রতিমাকে। উত্তম কুমারের মেজ ভাই বরুণ কুমারের মেয়ের ঘরের নাতি এবছর লাল পাড়ের ঘিয়ে রঙের বেনারসী দিয়েছেন মা লক্ষ্মীকে।
আরও পড়ুন : রাধারানী সাজে মা লক্ষ্মী, প্রতিমার পোশাক কিনতে গিয়ে এবার কী ঘটে অপরাজিতার সঙ্গে?
মহানায়কের বাড়ির পুজোয় ভোগেও থাকে এলাহি আয়োজন। খিচুড়ি, ভাজা, তরকারি, চাটনি, পায়েস, ফল, মিষ্টি দেওয়া হয় দেবীকে। এবার ভিয়েনে তৈরি হয়েছে জিলিপি। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আরও থাকে পোলাও, বেগুনি আর আলুর দমও। আগে নাকি বাড়িতে পর্দা টাঙিয়ে নিজের ছায়াছবি চালানোর ব্যবস্থা করতেন উত্তম কুমার। এখনকার প্রজন্ম অবশ্য ল্যাপটপে পুজোর নতুন ছবি বা সিরিজ দেখতেই পছন্দ করে বলে জানান মহানায়কের দুই নাতনি।