সাংসদের উপর হামলা নিয়ে উত্তপ্ত মহল, এর মধ্যে শাহের উত্তরবঙ্গ সফর নিয়ে বাড়ছে জল্পনা

Published on:

Published on:

Amit Shah may come to North Bengal on Wednesday

বাংলা হান্ট ডেস্কঃ ভারী বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal)। একের পর এক নদীর জলস্তর বেড়ে গিয়েছে, ভেঙে পড়ছে ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট। এমন পরিস্থিতিতে সোমবার জলপাইগুড়ির নাগরাকাটা পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আর সেখানে গিয়েই হামলার মুখে পড়েন তাঁরা।

উত্তরবঙ্গে (North Bengal) সংসদের গাড়ি লক্ষ্য করে হামলা

স্থানীয় সূত্রে জানা গেছে, সাংসদের গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয়, আর তাতে গুরুতর আহত হন খগেন মুর্মু। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন। প্রয়োজনে তাঁকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হতে পারে বলে খবর হাসপাতাল সূত্রে।

উত্তপ্ত রাজনৈতিক আবহ

ঘটনার পরই রাজনৈতিক চাঞ্চল্য তীব্র হয়। বিজেপি দাবি করেছে, শাসক দলের মদতেই এই হামলা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উত্তরবঙ্গে (North Bengal) গিয়ে দুর্গত এলাকাগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন। একই দিনে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও যান উত্তরবঙ্গে।

অন্যদিকে, বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে কঠোরভাবে আক্রমণ করেছেন। একইসঙ্গে তিনি দুই দলকেই মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।

দুর্গত এলাকায় মানুষের পাশে থাকার জন্য গতকালই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের নির্দেশ দেন। ঠিক একইভাবে বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও কর্মীদের সক্রিয়ভাবে দুর্গতদের সাহায্য করতে বলেন। দুই পক্ষই যখন ত্রাণ কার্যক্রমে ব্যস্ত, তখনই এই হামলার ঘটনা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

Amit Shah may come to North Bengal on Wednesday

আরও পড়ুনঃ বিপর্যস্ত উত্তরবঙ্গ! মানবিক বার্তা দিলেন অভিষেক, উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বুধবার উত্তরবঙ্গে আসতে পারেন অমিত শাহ (Amit Shah)

এই ঘটনার পর নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, বুধবার ৮ অক্টোবর উত্তরবঙ্গ (North Bengal) সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা এ বিষয়ে এখনই মুখ খুলতে চাইছেন না। তাঁদের বক্তব্য, “বর্তমানে আমাদের অগ্রাধিকার দুর্গত মানুষদের পাশে থাকা।” তবে রাজনৈতিক মহলের দাবি, খগেন মুর্মুর উপর হামলার পর বিজেপির কৌশল বদলাতে পারে উত্তরবঙ্গে। তাই শাহের সফর ঘিরে ইতিমধ্যেই বাড়ছে জল্পনা।