বাংলাহান্ট ডেস্ক : বড় দুর্যোগ গিয়েছে উত্তরবঙ্গের (North Bengal) উপর দিয়ে। একরাতের প্রবল বৃষ্টিতে কার্যত বানভাসি অবস্থা হয়েছিল উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার। এমতাবস্থায় পর্যটকদের নিরাপত্তার জন্য রবিবারই দার্জিলিংয়ের (North Bengal) বিভিন্ন পর্যটন স্থলগুলিতে নিষেধাজ্ঞা জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল জিটিএ। কিন্তু সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ায় ফের খুলে দেওয়া হল সমস্ত পর্যটন স্থল।
ফের স্বাভাবিক হচ্ছে উত্তরবঙ্গ (North Bengal)
দুর্যোগ কাটিয়ে আবার ছন্দে ফিরছে উত্তরবঙ্গ (North Bengal)। পর্যটকরাও ফের ফিরতে শুরু করেছেন এখানে। কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফেরার গাড়ির ভাড়া। সুযোগ পেয়ে প্রায় দ্বিগুণ বেশি ভাড়া দাবি করছে গাড়ি গুলি। গ্যাংটক-দার্জিলিং থেকে ফেরার গাড়ি ভাড়া অনেক সময় ১০-১২ হাজার টাকা পর্যন্তও দাবি করা হচ্ছে বলে অভিযোগ পর্যটকদের।
ভাড়া নিয়ে উঠছে অভিযোগ: অনেকের অভিযোগ, এই পরিস্থিতিতে বিমানের ভাড়াও অনেক বেড়ে গিয়েছে। সোমবার বাগডোগরা থেকে কলকাতাগামী বিমানের ভাড়া নাকি ছিল প্রায় ১৫ হাজার টাকা! এই অতিরিক্ত ভাড়া নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
আরও পড়ুন : মহানায়কের লক্ষ্মীপুজোর ৭৫ বছর, দেবীর নতুন সোনার গয়না, এই পুরনো রীতি ফেরালেন নাতবৌ দেবলীনা
পর্যটকরা ফিরছেন পাহাড়ে: রবিবার ভূমিধসের জেরে অনেকেই আটকে পড়েছিলেন পাহাড়ে। তাদের মধ্যে এখনও রয়েছে আতঙ্ক। যদিও দার্জিলিং এবং কালিম্পংয়ে (North Bengal) কতজন পর্যটক আটকা পড়েছেন তার সরকারি তথ্য মেলেনি, তবে জানা যাচ্ছে কয়েকশো পর্যটক এদিন পৌঁছেছেন দার্জিলিং এবং কালিম্পংয়ে। এমনটাই জানিয়েছে বিভিন্ন টুর অপারেটর সংস্থাগুলি।
আরও পড়ুন : নেমেছে ধস, কাদাভরা রাস্তায় আটকে গাড়ি, পাহাড়ে ঘুরতে গিয়ে বিপদের মুখে মানসী
এ বিষয়ে রাজ্য ইকো টুরিজম কমিটির চেয়ারম্যান জানান, পর্যটকদের আটকে পড়ার মতো পরিস্থিতি এখন আর নেই। সব রাস্তাও খুলে গিয়েছে। নির্ভয়েই দার্জিলিং কালিম্পংয়ে যেতে পারবেন পর্যটকরা। দার্জিলিংয়ের কিছু পর্যটন স্থল বন্ধ রয়েছে বলেও গুজব ছড়িয়েছিল। তবে কমিটির তরফে জানানো হয়, সেটা শুধুমাত্র রবিবারই কিছু নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। বিমানের বাড়তি ভাড়া নিয়ে খোঁজখবর চলছে বলে জানিয়েছেন তিনি।