UPI ব্যবহারকারীদের জন্য বড় খবর! RBI-র নির্দেশ মেনে ৮ অক্টোবর থেকে বদলে যাচ্ছে এই নিয়ম

Published on:

Published on:

UPI payments rule is changing as per RBI's order.

বাংলাহান্ট ডেস্ক: দেশে ডিজিটাল পেমেন্ট (UPI Payments) আরও সহজ ও নিরাপদ করতে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ৮ অক্টোবর থেকে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) ব্যবহারকারীদের আর টাকা পাঠানোর সময় পিন (PIN) দিতে হবে না। এর পরিবর্তে মুখের পরিচয় (Face ID) বা আঙুলের ছাপ (Fingerprint) দিয়েই পেমেন্ট করা যাবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী এই নতুন ব্যবস্থা চালু হচ্ছে, যেখানে ডিজিটাল লেনদেনের জন্য বিকল্প প্রমাণীকরণের (Authentication) অনুমতি দেওয়া হয়েছে।

বড় বদল ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে (UPI Payments)

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI), যারা ইউপিআই (UPI Payments) প্ল্যাটফর্ম পরিচালনা করে, তারা এই নতুন বায়োমেট্রিক ফিচারটি মুম্বইয়ের গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যালে প্রদর্শন করবে। এর ফলে ডিজিটাল পেমেন্ট আরও দ্রুত, নিরাপদ এবং ব্যবহারবান্ধব হবে বলে আশা করা হচ্ছে। ‘ইকনমিক টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন ব্যবস্থায় পেমেন্ট যাচাই করা হবে ভারতের আধার (Aadhaar) ব্যবস্থায় সংরক্ষিত বায়োমেট্রিক ডেটার মাধ্যমে। অর্থাৎ, ব্যবহারকারীর মুখের ছবি বা আঙুলের ছাপ আধারের সঙ্গে মেলানো হবে, এবং তথ্য মিললে লেনদেন সম্পন্ন হবে।

আরও পড়ুন:বড় সিদ্ধান্ত! ফের ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, কবে থেকে হচ্ছে লাগু?

এখন পর্যন্ত প্রতিটি ইউপিআই লেনদেনের (UPI Payments) সময় ৪ বা ৬ সংখ্যার একটি পিন প্রবেশ করাতে হয়। নতুন ব্যবস্থার ফলে ব্যবহারকারীরা কেবল মুখ স্ক্যান বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমে মুহূর্তের মধ্যেই ট্রানজাকশন অনুমোদন করতে পারবেন। এতে সময় অনেক কম লাগবে, আর নিরাপত্তাও বহুগুণে বাড়বে।

বিশেষজ্ঞদের মতে, বায়োমেট্রিক প্রমাণীকরণ ডিজিটাল পেমেন্ট (UPI Payments) জালিয়াতির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাবে, কারণ কারও মুখ বা আঙুলের ছাপ অনুকরণ করা প্রায় অসম্ভব। একই সঙ্গে এটি বয়স্ক বা প্রযুক্তিতে অপরিচিত ব্যবহারকারীদের জন্যও অনেক বেশি সুবিধাজনক হবে, যাদের পিন মনে রাখা কঠিন হয়।

UPI payments rule is changing as per RBI's order.

আরও পড়ুন:কেন উত্তরবঙ্গে না গিয়ে কার্নিভালে ছিলেন মমতা? অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, বললেন, ভিআইপিদের…

আরবিআইয়ের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করা। বর্তমানে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট (UPI Payments) মার্কেট, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ ইউপিআই-এর মাধ্যমে লেনদেন করেন। শুধু ২০২৫ সালের সেপ্টেম্বর মাসেই ইউপিআই ট্রানজাকশন ছুঁয়েছে প্রায় ১৪০০ কোটি টাকার রেকর্ড।

নতুন ফিচার চালু হলে ইউপিআই পেমেন্ট (UPI Payments) আরও মসৃণ ও নিরাপদ হওয়ার পাশাপাশি ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য পূরণেও এক ধাপ এগিয়ে যাবে দেশ। সরকারের আশা, বায়োমেট্রিক অথেন্টিকেশন চালু হলে গ্রামীণ ও আধা-শহুরে এলাকাতেও ইউপিআই ব্যবহারে আরও উৎসাহ দেখা দেবে, কারণ আধার সংযুক্তিকরণ প্রায় সর্বত্রই সম্পন্ন হয়েছে।