বাংলা হান্ট ডেস্ক: ছত্তিশগড়ের বাগেশ্বর ধামের পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী (Dhirendra Krishna Shastri) এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করেছেন। রায়পুরে আয়োজিত এক অনুষ্ঠানে শাস্ত্রী বলেন যে, যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় থাকবেন, ততক্ষণ অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হবে না। তিনি ব্যঙ্গ করে জানান যে, “আমাদের এখন পশ্চিমবঙ্গে যেতে হত। কিন্তু দিদি আমাদের প্রত্যাখ্যান করলেন।”
মমতাকে সতর্ক করলেন ধীরেন্দ্র শাস্ত্রী (Dhirendra Krishna Shastri):
পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী (Dhirendra Krishna Shastri) আরও জানান, “অনুমতি বাতিল করা হয়েছে। আমি অন্য কোনও জায়গার অনুমতি পাইনি। যেখানে অনুমতি পাওয়া গিয়েছিল আগে থেকে সেই জায়গাটা প্লাবিত ছিল। কেউ একজন জিজ্ঞেস করল আমি কী বলতে চাই। আমি বললাম, ‘ধন্যবাদ।’ কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের কাজ ছেড়ে দেব।”
তিনি (Dhirendra Krishna Shastri) বলেন, “যতক্ষণ দিদি এখানে আছেন, আমরা যাব না। দাদা এলে আমরা যাব। তিনি আরও বলেন, “ঈশ্বর করুন, দিদি থেকে যান। তাঁর প্রতি আমাদের কোনও বিদ্বেষ নেই, তবে দয়া করে আপনি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) সংযত থাকুন এবং ধর্মের বিরুদ্ধে যাবেন না।”
আরও পড়ুন: আর “লেট” হবে না ট্রেন! দেশজুড়ে ৪ টি সুপারফাস্ট করিডোরের জন্য ২৪,৬৩৪ কোটি টাকা বরাদ্দ সরকারের
পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর (Dhirendra Krishna Shastri) মতে, “আমরা কেবল সনাতন এবং হিন্দুত্বের পক্ষে।” উল্লেখ্য যে, পণ্ডিত শাস্ত্রী সতর্ক করে দিয়েছিলেন যে হিন্দু-বিরোধী এবং সনাতন-বিরোধী যেকোনও কার্যকলাপ বন্ধ করা উচিত। তিনি বলেন, “আমরা কোনও রাজনীতির পক্ষেও নই, বিরুদ্ধেও নই। আমরা সনাতনের পক্ষে, হিন্দুত্বের পক্ষে ছিলাম এবং থাকব।”
আরও পড়ুন: ICC টেস্ট র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে ভারত! প্রথম স্থানে কে?
কলকাতায় অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল: রিপোর্ট অনুসারে, ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর (Dhirendra Krishna Shastri) হনুমান কথা আগামী ১০, ১১ এবং ১২ অক্টোবর কলকাতায় সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে, ভারী বৃষ্টিপাত এবং প্রশাসনের অনুমতি না পাওয়ার কারণে, অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। শাস্ত্রী বলেন যে তাঁকে কোনও স্থানে অনুষ্ঠানটি করার অনুমতি দেওয়া হয়নি। তাই, হনুমান কথা এখন স্থগিত করা হয়েছে।