বাংলাহান্ট ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক এইচডিএফসি (HDFC Bank) ব্যাংক উৎসবের মরসুমে কোটি কোটি গ্রাহকের জন্য সুখবর নিয়ে এসেছে। দীপাবলির কেনাকাটা ও উৎসবের প্রস্তুতির ঠিক আগে ব্যাংকটি ঘোষণা করেছে ঋণের সুদের হারে ছাড়। এতে বাড়ি, গাড়ি বা ব্যক্তিগত প্রয়োজনের জন্য ঋণ নেওয়া আরও সহজ হবে। শুধু নতুন গ্রাহক নয়, পুরনো গ্রাহকেরও মাসিক কিস্তির (EMI) চাপ কিছুটা হালকা হবে বলে আশা করা হচ্ছে।
দীপাবলির আগেই বড় উপহার এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank)
ব্যাঙ্কটি (HDFC Bank) তাদের মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট (MCLR)-এ সর্বাধিক ০.১৫ শতাংশ পর্যন্ত হ্রাস করেছে। এই পরিবর্তন বিভিন্ন মেয়াদের ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থনৈতিক পরিভাষায় MCLR হল সেই ন্যূনতম সুদের হার, যার নিচে ব্যাংক কোনও ঋণ দিতে পারে না। ফলে ব্যাংক যখন এই হার কমায়, তখন সরাসরি গৃহঋণ, গাড়ি ঋণ ও পার্সোনাল লোনের সুদের হারও কমে যায়।
আরও পড়ুন:৭৩-এ পা পুতিনের, ফোনে জন্মদিনের উষ্ণ অভ্যর্থনা বন্ধু মোদির, আর কোন বিষয়ে হল আলোচনা?
৭ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হওয়া নতুন হার অনুযায়ী, এক বছরের MCLR — যা অধিকাংশ কনজিউমার লোনের সঙ্গে যুক্ত — ৮.৬৫% থেকে কমে ৮.৫৫% হয়েছে। তিন মাস ও এক মাসের মেয়াদে সুদহার ০.১৫% কমে যথাক্রমে ৮.৪৫% ও ৮.৪০% করা হয়েছে। ছয় মাসের MCLR ৮.৬৫% থেকে ৮.৫৫%, দুই বছর ও তিন বছরের জন্য যথাক্রমে ৮.৬০% ও ৮.৬৫% নির্ধারিত হয়েছে। এই পরিবর্তনের প্রভাব পড়বে ঋণগ্রহীতার মাসিক কিস্তিতেও। ব্যাঙ্ক (HDFC Bank) যখন MCLR কমায়, তখন ভাসমান সুদের (floating rate) লোনগুলিতে সুদের হার পুনর্নির্ধারণের তারিখে নতুন হার কার্যকর হয়। যেমন, যদি কারও গৃহঋণ এক বছরের MCLR-এর সঙ্গে যুক্ত থাকে, তবে পরবর্তী রিসেট ডেটে সুদ ০.১০% কমে যাবে, যা মাসিক EMI কমিয়ে দেবে। যদিও এই হ্রাস সংখ্যায় ছোট বলে মনে হয়, দীর্ঘ মেয়াদে এটি বড় সঞ্চয়ের রূপ নেয়।
বিশেষজ্ঞদের মতে, এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) এই পদক্ষেপ আরবিআইয়ের মুদ্রানীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট অপরিবর্তিত রাখলেও বাজারে ঋণ প্রতিযোগিতা বাড়ায় বেসরকারি ব্যাংকগুলো সুদহার কমাতে বাধ্য হয়েছে। উৎসবের সময় গ্রাহকদের আকৃষ্ট করতেই এই পদক্ষেপ নিয়েছে এইচডিএফসি। MCLR নির্ধারণের সময় ব্যাঙ্ক বিবেচনা করে তার আমানতের খরচ, রিজার্ভ ব্যাংকের রিপো রেট, নগদ সংরক্ষণ অনুপাত (CRR) এবং নিজস্ব পরিচালন ব্যয়। এই সব সূচক পরিবর্তিত হলে ব্যাঙ্কগুলিও MCLR সমন্বয় করে। ফলে এই হ্রাস শুধু উৎসবের অফার নয়, ভবিষ্যতের বাজার প্রতিযোগিতার ইঙ্গিতও বহন করছে।
আরও পড়ুন:আর “লেট” হবে না ট্রেন! দেশজুড়ে ৪ টি সুপারফাস্ট করিডোরের জন্য ২৪,৬৩৪ কোটি টাকা বরাদ্দ সরকারের
এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) আশা, নতুন সুদহার গ্রাহকের ঋণভার কিছুটা কমাবে এবং উৎসবের সময়ে বাজারে কেনাকাটার গতি আরও বাড়াবে। অর্থনীতিবিদদের মতে, EMI কমলে গ্রাহকের হাতে বাড়তি অর্থ থাকবে, যা ভোগব্যয় বাড়িয়ে অর্থনীতির চাকা ঘোরাতে সাহায্য করবে।এইচডিএফসি ব্যাঙ্কের সুদহার কমানোর সিদ্ধান্ত শুধু উৎসবের উপহার নয়—এটি দেশের ঋণ বাজারে প্রতিযোগিতা ও গ্রাহকবান্ধব ব্যাঙ্কিং ব্যবস্থার এক ইতিবাচক ইঙ্গিত।