দীর্ঘ অপেক্ষার অবসান! শুরু হচ্ছে ১৩৪২১টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন গ্রহণ

Published on:

Published on:

primary tet(1)

বাংলা হান্ট ডেস্কঃ ১৩৪২১টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক (Primary TET) নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। বিজ্ঞপ্তিও জারি করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। জানা গিয়েছিল পুজো মিটতেই নিয়োগের তোড়জোড় হবে। পর্ষদ সূত্রে খবর, আগামী সপ্তাহেই প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। শীঘ্রই শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া।

নিয়োগ হবে সাড়ে ১৩ হাজার শূন্যপদে | Primary TET

পর্ষদ সূত্রে খবর, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে নিয়োগের আবেদন প্রক্রিয়া সূত্রে হবে। পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, এ কয়েকদিন দুর্গাপুজোর ছুটির জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি। এবার অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের পর প্রক্রিয়ার জন্য আবেদনপত্র গ্রহণ করা হবে বলে জানান তিনি।

প্রাথমিকে শিক্ষকপদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ-সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আগেই বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানিয়েছে, মোট ৫০ নম্বরে মূল্যায়ন হবে। মাধ্যমিক-৫ নম্বর, উচ্চ মাধ্যমিক-১০ নম্বর, এনসিটিই ট্রেনিং-১৫ নম্বর, টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) এর জন্য ৫ নম্বর রয়েছে।

এছাড়া এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য ৫নম্বর, সাক্ষাৎকার এ ৫নম্বর আর অ্যাপ্টিটিউড টেস্টের জন্য রয়েছে ৫ নম্বর। অ্যাপ্টিটিউড টেস্টের জন্য থাকা ৫ পাঁচ নম্বর কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও প্যারা টিচারদের ক্ষেত্রে সরাসরি যুক্ত হবে। বয়সের ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়া হয়েছে। ১ জানুয়ারি ২০২৫-এর মধ্যে প্রার্থীদের বয়স ৪০ এর মধ্যে হতে হবে।

আরও পড়ুন: বুধে দক্ষিণবঙ্গের ৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি! উত্তরে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

সম্প্রতি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে টেট (Primary TET) ২০২৩-এর ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষাটি হয়েছিল ২৪শে ডিসেম্বর ২০২৩-এ। আগে ২০২২ সালের টেটেরও ফলপ্রকাশ হয়েছে। পাশ করেছিলেন প্রায় ৫২ হাজার পরীক্ষার্থী।

Primary TET recruitment

২০২৩-এর টেটে আবেদন করেছিলেন ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন। পরীক্ষায় বসেছিলেন মোট ২ লক্ষ ৭৩ হাজার ৪৭ জন।‌ আর পাশ করেছেন মাত্র ৬,৭৫৪ জন। পাশের হার মাত্র ২.৪ শতাংশ। পুজো মিটতে এবারে একইসাথে ২০২২ এবং ২০২৩-এর টেটে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে চাইছে পর্ষদ।