ODI-তে অধিনায়কত্ব হারানোর পর মিলল “হিটম্যান”-এর প্রথম প্রতিক্রিয়া, কী জানালেন রোহিত?

Published on:

Published on:

Rohit Sharma first reaction after losing captaincy in ODIs.

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। যেখানে স্পষ্ট হয়ে গিয়েছে যে, রোহিত শর্মা (Rohit Sharma) আর টিম ইন্ডিয়ার ODI অধিনায়ক থাকছেন না। নির্বাচকরা অস্ট্রেলিয়া সফরের জন্য রোহিত শর্মার পরিবর্তে শুভমান গিলকে ODI অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছেন। এমতাবস্থায়, গিল হবেন ভারতের ২৮ তম ওODI অধিনায়ক। তবে, ODI থেকে অধিনায়কত্ব চলে যাওয়ার পর এবার রোহিত শর্মার প্রতিক্রিয়া সামনে এসেছে। মূলত, তিনি অস্ট্রেলিয়া সফর এবং টিম ইন্ডিয়া সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন।

কী জানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma):

অস্ট্রেলিয়া সফরের জন্য ODI দলে রোহিত শর্মা: ভারতীয় নির্বাচকরা হয়তো রোহিত শর্মাকে (Rohit Sharma) ODI অধিনায়কত্ব থেকে সরিয়েছেন, কিন্তু তারা বিরাট কোহলির সঙ্গে তাঁকে দলে অন্তর্ভুক্ত করেছেন। এটাও বলা হচ্ছে যে, অস্ট্রেলিয়া সফরের সময় রোহিত এবং বিরাট একটি ফেয়ারওয়েল সিরিজ খেলতে পারেন। তবে এই সম্পর্কে নিশ্চিতভাবে এখনও কিছু জানা যায়নি।

অধিনায়কত্ব হারানোর পর রোহিত শর্মার প্রথম প্রতিক্রিয়া: মুম্বাইয়ে CEAT অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে রোহিত শর্মা (Rohit Sharma) তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “আমি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে ভালোবাসি। অস্ট্রেলিয়ায় সফর উপভোগ করি। হিটম্যান আরও বলেন যে, “অস্ট্রেলিয়ার মানুষ ক্রিকেট খুব ভালোবাসেন। আর সেই কারণেই আমি সেখানে খেলতে খুব পছন্দ করি।”

আরও পড়ুন: বড় পদক্ষেপের পথে RBI! এই গ্রাহকরা পেতে পারেন ৩০ লক্ষের সুবিধা

এদিকে, রোহিতের (Rohit Sharma) সাহসী বক্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে বর্তমান সফরে অস্ট্রেলিয়াকে জোরদার টক্কর দিতে প্রস্তুত টিম ইন্ডিয়া। তাই অধিনায়কত্বের “চাপ” ছেড়ে এবার ব্যাটার হিসেবে নিজের সেরাটা দিতে চান। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রোহিতের প্রস্তুতির একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। যেটি থেকে স্পষ্ট হয়েছে যে, তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফরম্যান্স প্রদর্শনের জন্য যথেষ্ট পরিশ্রম করছেন।

আরও পড়ুন: একী কাণ্ড! ঋণ নিয়েও টাকা আত্মসাৎ করেছে পাকিস্তান? ১১ বিলিয়ন ডলারের হিসেব চাইল IMF

গম্ভীর সম্পর্কে বরুণ চক্রবর্তী কী জানিয়েছেন: জানিয়ে রাখি যে, CEAT অ্যাওয়ার্ডসে, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য রোহিত শর্মাকে (Rohit Sharma) একটি বিশেষ পুরস্কার দেওয়া হয়। সেই অনুষ্ঠানে T20 আন্তর্জাতিক বোলার অফ দ্য ইয়ার হিসেবে নির্বাচি হয় বরুণ চক্রবর্তী। যিনি টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তিনি বলেন, গম্ভীর দলের মধ্যে হার না মানার মানসিকতা তৈরি করেছেন। নিজের সেরা টাকে দিয়ে দলকে জিততে সাহায্য করার জন্য খেলোয়ারদের উদ্দীপিত করেছেন তিনি।” বরুণ আরও বলেন, গম্ভীর পাশে থাকলে, কেউ সাধারণ পারফর্ম করার কথা কল্পনাও করতে পারো না।