বৈভবের দাপটে মিলেছে শক্তি! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতল ভারতের অনূর্ধ্ব-১৯ দল

Published on:

Published on:

IND U-19 team wins series against Australia.

বাংলা হান্ট ডেস্ক: ভারতের অনূর্ধ্ব-১৯ দল (IND U-19 Team) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ ম্যাচের অনূর্ধ্ব-১৯ টেস্ট সিরিজ জিতেছে। দ্বিতীয় মাল্টি-ডে ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে ৮১ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। যেটি ভারত মাত্র ৩ উইকেট হারিয়ে অর্জন করেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে সিরিজ জিততে সাহায্য করার জন্য পুরো দলই অবদান রেখেছিল। তবে, এই সিরিজ জয়ে ১৪ বছরের তারকা খেলোয়াড় বৈভব সূর্যবংশীও বড় ভূমিকা পালন করেছেন। তিনি মোট ১৩৩ রান করেন। এদিকে, ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের সিরিজের এই ক্লিন সুইপ অত্যন্ত “স্পেশাল” কারণ বৈভব সূর্যবংশী সহ বেশিরভাগ খেলোয়াড়ের জন্য এটি ছিল অস্ট্রেলিয়ার প্রথম সফর।

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের (IND U-19 Team) বড় সাফল্য:

বৈভব সূর্যবংশী ৯টি ছক্কা মেরে ১৩৩ রান করেছেন: অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯-এর বিরুদ্ধে ২ ম্যাচের মাল্টি-ডে সিরিজে বৈভব সূর্যবংশী ৯ টি ছক্কা এবং ১১ টি চার মেরে ১৩৩ রান করেছেন। ২ ম্যাচের (IND U-19 Team) সিরিজের ৩ টি ইনিংসে তিনি এই রান করেছেন। প্রথম মাল্টি ডে ম্যাচের প্রথম ইনিংসে বৈভব সূর্যবংশী ৮৬ বলে ১১৩ রান করেন। যেখানে তিনি ৮ টি ছক্কা এবং ৯ টি চার মারেন। লাল বলের ক্রিকেটে এটি হল তাঁর সর্বোচ্চ রান।

এদিকে, দ্বিতীয় মাল্টি-ডে (IND U-19 Team) ম্যাচে, বৈভব উভয় ইনিংসে মাত্র ২০ রান করেছিলেন। যার মধ্যে ছিল ১ টি ছক্কা এবং ২ টি চার। এইভাবে, অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে পুরো সিরিজে তিনি ৯ টি ছক্কা সহ ১৩৩ রান করেছেন।

আরও পড়ুন: ODI-তে অধিনায়কত্ব হারানোর পর মিলল “হিটম্যান”-এর প্রথম প্রতিক্রিয়া, কী জানালেন রোহিত?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ক্লিন সুইপ: ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল (IND U-19 Team) অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম মাল্টি-ডে ম্যাচে ইনিংস এবং ৫৮ রানের ব্যাপক ব্যবধানে জয়লাভ করে। দ্বিতীয় মাল্টি-ডে ম্যাচে, ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে পরাজিত করে। অর্থাৎ, সামগ্রিকভাবে দেখতে গেলে ২ ম্যাচের সিরিজে ভারত অস্ট্রেলিয়াকে ক্লিন সুইপ করেছে। আয়ুষ মাহাত্রের নেতৃত্বে লাল বলের ক্রিকেটে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের এটি প্রথম সিরিজ জয়। উল্লেখ্য যে, ইংল্যান্ডে আগের টেস্ট সিরিজটি ড্রতে শেষ হয়েছিল।

আরও পড়ুন: বিদেশে চাকরি ছেড়ে ভারতে ব্যবসা শুরু করে বাজিমাত বিজ্ঞানী রমেশের! মিলছে ১২ কোটির টার্নওভার

সিরিজের শেষ ম্যাচের অবস্থা: দ্বিতীয় মাল্টি-ডে ম্যাচে, অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল প্রথমে ব্যাট করে ১৩৫ রান করে। যার জবাবে, ভারতের অনূর্ধ্ব-১৯ দল (IND U-19 Team) প্রথম ইনিংসে ১৭১ রান করে। অর্থাৎ, ৩৬ রানের লিড নেয়। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল দ্বিতীয় ইনিংসে ১১৬ রানে অলআউট হয়ে যায়। যার ফলে ভারত ৮১ রানের লক্ষ্যমাত্রা পয়া। যেটি তারা সহজেই অর্জন করার মাধ্যমে ৭ উইকেটে জয়লাভ করে।