বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গসহ গোটা দেশের চোখ এখন সুপ্রিম কোর্টের (Supreme Court) দিকে। রাজ্যের ওবিসি সংরক্ষণ মামলা এবার এক নতুন মোড়ে পৌঁছেছে। আগামী ৯ অক্টোবর, ২০২৫, দেশের সর্বোচ্চ আদালতে এই মামলার চূড়ান্ত শুনানি হবে। সেদিন এই রায় রাজ্যের লক্ষ লক্ষ ওবিসি সম্প্রদায়ের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই রাজ্য প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত, সকলেরই দৃষ্টি এখন ওবিসি সংরক্ষণ মামলার রায়ের দিকে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেছিল রাজ্য সরকার
কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এর আগে রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতির কিছু অংশ বাতিল করে দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেছিল। সেই আবেদনের ভিত্তিতেই মামলাটি এবার শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মামলাটি ‘Final Disposal at Admission Stage’ হিসেবে অন্তর্ভুক্ত। আইন বিশেষজ্ঞদের মতে, এই ট্যাগের অর্থ হল আদালত এবার মামলাটির দ্রুত নিষ্পত্তি করতে চাইছে, এবং এই মামলা নিয়ে আর কোনও দীর্ঘসূত্রিতা রাখতে চাইছে না।
কেন এত গুরুত্বপূর্ণ এই মামলাটি?
এই মামলার গুরুত্ব শুধুমাত্র আইনি নয়, সামাজিক ও রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ –
- ভবিষ্যৎ নির্ধারণ: রাজ্যের ওবিসি সম্প্রদায়ের জন্য সংরক্ষণ নীতি কীভাবে কার্যকর হবে, তা এই রায়ের ওপর নির্ভর করছে। শিক্ষা ও চাকরিক্ষেত্রে এর সরাসরি প্রভাব পড়বে।
- আইনি জটিলতা: কলকাতা হাই কোর্ট আগেই রাজ্যের সংরক্ষণ নিয়মের কিছু অংশ বাতিল করেছিল। যদিও সুপ্রিম কোর্ট (Supreme Court) সেই রায় অন্তর্বর্তীভাবে স্থগিত রেখেছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি।
- রাজনৈতিক তাৎপর্য: সংরক্ষণ প্রশ্নে রাজনীতির তাপমাত্রাও ক্রমেই চড়ছে। রাজ্যের শাসক ও বিরোধী দল, উভয়েরই ভবিষ্যৎ কৌশল অনেকাংশে এই রায়ের ওপর নির্ভর করছে।
আইনজীবী মহলের মতে, ৯ অক্টোবরের শুনানিতে দুই পক্ষের চূড়ান্ত সওয়াল-জবাব শোনা হবে। এরপর আদালত (Supreme Court) চাইলে সেই দিনই রায় ঘোষণা করতে পারে, অথবা রায় সংরক্ষিত রাখতেও পারে। কিন্তু যে পথেই আদালত এগোক না কেন, এই শুনানি যে রাজ্যের ওবিসি সংরক্ষণ বিতর্কের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে, তাতে সন্দেহ নেই।
এই মামলার সঙ্গে আরও ৮টি সংশ্লিষ্ট মামলা যুক্ত করা হয়েছে, যা বিষয়টির জটিলতা ও গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার, সুপ্রিম কোর্টের (Supreme Court) এই মামলার কি রায় দেয়। কারণ রাজ্যের ওবিসি সম্প্রদায়ের ভবিষ্যৎ নির্ভর করছে এই রায়ের উপরেই।