শীতকালে কেরালার যাত্রা! প্রিয়জনদের নিয়ে ঘুরে আসুন এই জায়গা গুলো থেকে

Published on:

Published on:

Kerala in winter visit these places with your loved ones

বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপুজোর রেশ এখনো কেটে উঠতে পারেনি। তার মধ্যে অনেকে শীতকালে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। এবার কোথায় ঘুরতে যাবেন সেই কথা ভাবলেই সবার আগে উত্তরবঙ্গের কথা মাথায় আসে। কিন্তু, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বহু মানুষ সেখানে যেতে ভয় পাচ্ছে। তবে আপনি সেই ভয় না পেয়ে এবার শীতে পরিবার ও প্রিয়জনদের নিয়ে ঘুরতে যেতে পারেন কেরালা (Kerala)। এখানে গেলে পরে আপনি একদিকে যেমন সাগরের ঢেউ দেখতে পাবেন। অপরদিকে সবুজ পাহাড়ে আপনার চোখ জুড়বে। তো এবারের শীতে আপনি যদি কেরালা ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখবেন।

কেরালার শীতকালীন ভ্রমণ, আগে থেকেই সাজান প্ল্যান (Kerala)

পুভার: তামিলনাড়ু কেরালার (Kerala) সীমান্ত অবস্থিত ব্যাকওয়াটার পুভার আইল্যান্ড। যদিও এই জায়গাটি এখনো সেই ভাবে জনপ্রিয়তা লাভ করেনি। তবে এইখানে কিছু সংখ্যক মানুষ ঘুরতে আসেন। এখানে গেলে পরে আপনি দেখতে পাবেন পুভারের মোহনায় নেয়ার নদীর মিশেছে সাগরে। এছাড়া এখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশ মন ভরে উপভোগ করতে পারবেন।

Kerala in winter visit these places with your loved ones

আরও পড়ুন: ওষুধে নয়, অভ্যাসেই লুকিয়ে কোলেস্টেরল নিয়ন্ত্রণের রহস্য! জানুন কী করবেন প্রতিদিন

কোভালাম ও ভারকালা: কেরালার অন্যতম জায়গা কোভালাম ও ভারকালা। কোভালাম বিচ থেকে সূর্যাস্ত দেখতে পাবেন। তাছাড়া আপনি চাইলে এইখানে ২ রাত কাটাতে পারেন। রাতের বেলা এই জায়গার পরিবেশ এক অপূর্ব দৃশ্য ধারণ করে। পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে কয়েকটি হোটেল। তাই এখানে আসার আগে একবার হোটেল বুক করে আসবেন।

মুন্নার: কেরালার অন্যতম জায়গা মুন্নার। এটি মূলত চা বাগানে ঘেরা এক শান্ত শৈল শহর। আপনি যেই দিকেই তাকাবেন সেই থেকেই শুধু ঘন চা বাগান দেখতে পাবেন। পাশাপাশি দেখতে পাবেন বেশ কিছু কমলালেবুর গাছ। অথবা এখানে ঘুরতে আসলে আপনার চোখে পড়বে এলাচ গাছ।

থেক্কাডি: কেরালার (Kerala) বন্যপ্রাণ ও অভয়ারণ্য দেখতে পৌঁছে যান জাতীয় উদ্যানে। সেখান থেকে কিছুটা দূরেই অবস্থিত থেক্কাডি। এছাড়া এখানে ঘুরতে আসলে আপনি দেখতে পাবেন জনপ্রিয় বিভিন্ন মশলার বাগান। পাশাপাশি এখানে আসলে আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।