বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোর (Kolkata Metro) গ্রিন লাইনের অন্যতম ব্যস্ত স্টেশন হল সেক্টর ফাইভ। সেই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বটে।কারণ এই স্টেশনটিই হাওড়া ময়দান এবং শিয়ালদহের সঙ্গে সল্টলেক সেক্টর ফাইভের সংযোগ রক্ষা করছে। গুরুত্বপূর্ণ এই স্টেশনটির জন্য তাই এবার বড় উদ্যত হয়েছে মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষ।
যাত্রীদের যাতায়াতের জন্য বড় ব্যবস্থা নিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)
যাত্রীদের নিত্য যাতায়াতে যাতে কোনোরকম সমস্যা না হয় তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেট্রো (Kolkata Metro)। স্টেশনে যাত্রীদের যাতায়াতে সুবিধা বাড়াতে একটি ফুট ওভার ব্রিজ খোলা হয়েছে কর্তৃপক্ষের তরফে। এই নতুন ফুট ওভার ব্রিজ চালুর ফলে ৪ নম্বর গেট দিয়ে যাত্রীরা ঢুকে আর রাস্তা পেরোনোর প্রয়োজন পড়বে না। সরাসরি সেক্টর ফাইভের আইটি হাবে ঢুকে যেতে পারবেন তারা।
অনেকটা কমবে যানজট: কর্মব্যস্ত সময়ে যানজট কমাতে বিশেষ ভূমিকা পালন করেছে এই ফুট ওভার ব্রিজ। যাতায়াতে সময়ও সাশ্রয় হচ্ছে যাত্রীদের। বিশেষ করে অফিসযাত্রী এবং পরীক্ষার্থীদের জন্য উপকারে লাগছে এই ব্রিজ। উল্লেখ্য গ্রিন লাইনের সেক্টর ফাইভ এবং অরেঞ্জ লাইনের আইটি সেন্টার স্টেশনকে সংযুক্ত করবে এই ফুট ওভার ব্রিজ।
আরও পড়ুন : সাংসদ-বিধায়কের উপর হামলার রেশ এবার আদালতে, NIA তদন্ত চেয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের
কী সুবিধা হবে এই ব্রিজে: ব্রিজটির দৈর্ঘ্য প্রায় ৫৫ মিটার এবং প্রস্থ ৪ মিটার। অরেঞ্জ লাইনের আইটি সেন্টার স্টেশনটি চালু হয়ে গেলে দুই স্টেশনের যাত্রীদের মধ্যে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে ব্রিজটি। ব্যস্ত সময়ে মেট্রো (Kolkata Metro) স্টেশন থেকে বাইরে বেরিয়ে আবার রাস্তা পেরোনো যথেষ্ট সমস্যা জনক। সেই ঝঞ্ঝাট যে যাত্রীদের মুক্তি দেবে এই নতুন ব্রিজ। অর্থাৎ নিরাপত্তার দিক দিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই নতুন স্কাইওয়াক বা ফুট ওভার ব্রিজ।
আরও পড়ুন : সুপারভাইজার নিয়োগে আদালতের রায়কে উপেক্ষা, ক্ষোভে পথে নামলেন হাজার হাজার অঙ্গনওয়াড়ি কর্মী
গ্রিন লাইনে মেট্রো চলাচল শুরু হতেই সেক্টর ফাইভ স্টেশনে বেড়েছে যাত্রী সংখ্যা। শহরের গুরুত্বপূর্ণ আইটি হাব হওয়ায় এই স্টেশনে প্রতিদিনই যাত্রীদের ভিড় হয়। আগামীতে অরেঞ্জ লাইনে আইটি সেন্টার স্টেশন চালু হলে যাত্রী সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করে এই উদ্যোগ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।