বাংলা হান্ট ডেস্ক: শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজো উপলক্ষে বহু মানুষ পার্লারে গিয়ে ত্বকের চর্চা করেছেন। কিন্তু এই উৎসবের দিনগুলিতে ক্যামিক্যাল প্রোডাক্ট ব্যবহার করার ফলে ত্বক আবার জেল্লা হীন হয়ে উঠেছে। তার ওপর সামনেই আসতে চলেছে শীতকাল। এই সময় ত্বক আরও রুক্ষ হয়ে যায়। এবার সেই রুক্ষতার হাত থেকে ত্বকের যত্ন নিতে পার্লারে যাওয়ার আর দরকার নেই (Skin Care)। সামান্য একটি উপকরণ দিয়ে আপনি বাড়িতেই পেতে পারেন উজ্জ্বল ত্বক।
শীতেও উজ্জ্বল ত্বক! সপ্তাহে একদিন করুন চকোলেট ফেশিয়াল (Skin Care)
তার উপর ক্যামিক্যাল প্রোডাক্ট বেশি ব্যবহার করলে যেমন ত্বক নিষ্প্রাণ হয়ে যায়। তেমনি শীতকালে ত্বকের জেল্লাও কমে যায়। তবে শীতেও যাতে ত্বকের জেল্লা ধরে রাখতে পারেন, তার জন্য আগে থেকেই ব্যবস্থা নিতে হবে আগের থেকে (Skin Care)।
আরও পড়ুন: দীপাবলির সাজে ঘর হোক রঙিন ও আলোয় ভরা, কম খরচে দারুন ডেকর আইডিয়া রইল
এছাড়াও যদি নিয়মিত যত্ন নিলে ত্বক ভালো থাকবে সেটাই স্বাভাবিক। তারজন্য দামী প্রডাক্ট ব্যবহার করার প্রয়োজন হবে না। কারণ বাইরের থেকে কেনা প্রডাক্ট গুলোতে নানা কেমিক্যাল মেশানো থাকে। তার থেকে আপনি চকলেট দিয়ে ফেসিয়াল করলে ঘরে বসেই উজ্জ্বল ত্বক পেতে পারেন। এবার ভাবছেন কী ভাবে করবেন চকোলেট ফেশিয়াল?
প্রথমে একটি বাটিতে ১ টেবিল চামচ কোকো পাউডারের সঙ্গে ২ টেবিল চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে নিয়ে মুখে বৃত্তাকার ভঙ্গিতে ২ মিনিট ম্যাসাজ করুন।এরপর গরম জল দিয়ে ধুয়ে নিন। এবার ১ টেবিল চামচ ব্রাউন সুগার, ১ টেবিল চামচ কোকো পাউডার ও ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিয়ে মিনিট পাঁচেক আলতো হাতে মুখে স্ক্রাব করুন। তারপর একটি পাত্রে ১ টেবিল চামচ কোকো পাউডার এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। সেই প্যাকটি মুখে মেখে মিনিট ১৫রেখে দিয়ে ধুয়ে নিন। তারপরেই দেখবেন আপনার জেল্লাহীন ত্বকে জেল্লা ফিরে এসেছে (Skin Care)।