বাংলা হান্ট ডেস্কঃ কালীপুজোর পরই শুরু হতে পারে SIR, আর তার তিন মাসের মধ্যেই রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন। সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট অডিটোরিয়ামে তিন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনটাই স্পষ্ট করেছেন কমিশনের প্রতিনিধিরা।
কোলাঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক কমিশনের (Election Commission)
বৃহস্পতিবারের কোলাঘাটে কমিশনের (Election Commission) গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের জেলাশাসক, ERO ও AERO রা। জাতীয় নির্বাচন কমিশনের টিম সেখানে রাজ্যের প্রস্তুতি খতিয়ে দেখেন। সূত্রের খবর, কমিশনের প্রতিনিধি বৈঠকে বলেন, “SIR শেষ হওয়ার তিন মাসের মধ্যেই ভোট।” তাঁদের কথাতেই রাজ্যে আগামী এপ্রিল মাসে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।
বৈঠকের শেষে কমিশনের টিম পূর্ব মেদিনীপুর জেলার কাজের প্রশংসা করে বলেন, “ওয়েল ডান, গুড।” জেলার প্রস্তুতি দেখে তাঁরা সন্তুষ্ট। জানা গিয়েছে, কমিশন (Election Commission) চাইছে বিজ্ঞপ্তি জারির আগেই এনুমারেশন ফর্ম ছাপিয়ে রাখতে, যাতে কোনওভাবেই বিহারের মতো পরিস্থিতি না তৈরি হয়। কারণ, বিহারে বিজ্ঞপ্তির পরে ফর্ম ছাপানোর কাজ শুরু হওয়ায় কমিশনকে তখন সমস্যায় পড়তে হয়েছিল।
কমিশন (Election Commission) ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, SIR সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ১১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। এর পরেই স্পষ্ট হয়ে যায় যে কালীপুজোর পরই রাজ্যে শুরু হচ্ছে SIR প্রক্রিয়া। যদি সময় ধরে হিসেব করা হয়, তাহলে অক্টোবরে শুরু হয়ে তিন মাস চলবে সেই প্রক্রিয়া, অর্থাৎ জানুয়ারি পর্যন্ত। সেই কারণেই কমিশন জানুয়ারি মাসটা বাকি প্রস্তুতি এবং পুনর্বিবেচনার জন্য হাতে রাখতে চাইছে।
আরও পড়ুনঃ ধর্মতলায় ধুন্ধুমার! পুলিশের সঙ্গে পার্শ্বশিক্ষকদের সংঘর্ষে উত্তপ্ত নবান্ন অভিযান
অক্টোবরে শুরু হয়ে জানুয়ারিতে শেষ হবে SIR। তার তিন মাস পরেই যদি নির্বাচন হয়, তাহলে এপ্রিলেই রাজ্যে বিধানসভা ভোটের সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই কমিশন (Election Commission) চাইছে যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়াকে সর্বাধিক গুরুত্ব দিয়ে রাজ্যে ভোট প্রস্তুতি সম্পূর্ণ করতে।