বাংলা হান্ট ডেস্ক: রিলায়েন্স জিও এবার গ্রাহকদের জন্য নিয়ে এল বড় দীপাবলীর আগে বড় ধামাকা। এবার সংস্থা একটি নতুন ফিচার যুক্ত ফোন জিও ভারত বি ১২ (Jio Bharat B2)লঞ্চ করল। যদিও গতবছর জিও ভারত নামে একটি ফোন লঞ্চ করা হয়েছিল।
Jio Bharat B2-এ বাজেট ধামাকা, ১০০ টাকায় বুক করুন (Jio Bharat B2)
জানা যায় এই নতুন ফোনটি মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই থাকবে। এছাড়াও সংস্থার দাবি করেন, এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র ৭৯৯ টাকায়। যার ফলে গ্রাহকেরা যদি আগের থেকে ফোনটিকে (Jio Bharat B2) প্রি বুকিং করতে চায় তাহলে তাদেরকে ১০০ টাকা দিয়ে বুকিং করতে হবে।
আরও পড়ুন: ভাইফোঁটার উৎসব হবে আরও মজাদার! সবুজ পাবদা মাছ বানিয়ে ভাইদের মন জয় করুন, রইল রেসিপি
এছাড়াও, নতুন এই ফোনটির মধ্যে ফিচার ফোনের একাধিক ভেরিয়েন্ট রয়েছে। পাশাপাশি সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, টপ মডেলের দাম রাখা হয়েছে ১৭৯৯ টাকা। যদিও এই নতুন ফিচার ফোনটি ব্যাটারী কিংবা এন্টারটেইনমেন্টের সঙ্গে কোথাও কোন কম্প্রোমাইজ করে নি জিও (Jio)।
জানা যায়, এই নতুন ফোনটির ডিসপ্লে দেওয়া হয়েছে ২.৪ ইঞ্চির। পাশাপাশি এর ব্যাটারি থাকছে ২০০ mah। তবে এখানেই শেষ নয়, এই ফোনে অন্তত ৪৫৫ এর বেশি লাইভ চ্যানেলের সাপোর্ট সিস্টেম রয়েছে। এছাড়াও বর্তমানে অধিকাংশ মানুষ ডিজিটাল ভাবে লেনদেন করেন। তাই সেই কথা মাথায় রেখে ইউপিআই পেমেন্টের অপশনও রাখা হয়েছে।
এর ফলে যারা স্মার্টফোন ব্যবহার করতে পারেন না। তারা অনায়াসে এই ফোনের (Jio Bharat B2) মাধ্যমে অনলাইনে টাকা লেনদেন করতে পারবেন। এছাড়াও এর সঙ্গে রয়েছে বিশেষ ‘সেফটি শিল্ড’ ফিচার। এই ফিচার সম্পর্কে সংস্থা দাবী করেন বাড়িতে যদি বয়স্ক কোনো মানুষ কিংবা বাড়ির সন্তানের জন্য এই ফোনটি কেনেন। তাহলে আপনি আপনার স্মার্টফোনের সঙ্গে এটিকে সংযুক্ত করতে পারবেন। এর জন্য আপনাকে শুধুমাত্র ‘Jio Companion’ অ্যাপটি কে ইনস্টল করতে হবে।