বাংলাহান্ট ডেস্ক: কয়েক সপ্তাহের ধারাবাহিক বিক্রির পর অবশেষে ভারতের (India) শেয়ার বাজারে ফের ফিরলেন বিদেশি বিনিয়োগকারীরা (FIIs)। ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (NSDL)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবরের মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজারে মোট ১,৭৫১ কোটি টাকার বিনিয়োগ করেছেন। গত কয়েক মাস ধরে তারা টানা শেয়ার বিক্রি করে বাজারে চাপ তৈরি করছিলেন, কিন্তু এবার তাদের আচরণে বড়সড় পরিবর্তন দেখা গেছে। এই বিনিয়োগ বাজারে নতুন করে আশাবাদ জাগিয়েছে।
ভারতের (India) ওপর ভরসা বিদেশি বিনিয়োগকারীদের
রিলিগেয়ার ব্রোকিং-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (রিসার্চ) অজিত মিশ্র জানান, ৬ থেকে ১০ অক্টোবরের সপ্তাহটি বিদেশি বিনিয়োগকারীদের জন্য এক মোড় ঘোরানো সময় ছিল। প্রথম দুই দিনে তারা ব্যাপক বিক্রি করেন—৬ অক্টোবর প্রায় ১,৫৮৪ কোটি টাকা এবং ৭ অক্টোবর প্রায় ১,৪৭১ কোটি টাকার শেয়ার বিক্রি হয়। কিন্তু এরপর পরিস্থিতি বদলায়। ৮ অক্টোবর তারা ১,৬৬৩ কোটি, ৯ অক্টোবর ৭৩৭ কোটি এবং ১০ অক্টোবর ২,৪০৬ কোটি টাকার শেয়ার কেনেন। অর্থাৎ সপ্তাহের শেষে মোট ১,৭৫১ কোটি টাকার নিট বিনিয়োগ হয় ভারতের (India) বাজারে।
আরও পড়ুন:আচমকাই বড় ঘোষণা! চিনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, দিলেন যুক্তিও
অজিত মিশ্রের মতে, এই পরিবর্তন প্রমাণ করে যে বিদেশি বিনিয়োগকারীরা এখন ভারতীয় (India) বাজারের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছেন। তিনি বলেন, “গ্লোবাল স্থিতিশীলতা এবং দেশীয় অর্থনীতির শক্তিশালী পারফরম্যান্স বিদেশি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। যদি এই প্রবণতা বজায় থাকে, তবে শেয়ার বাজারের দিকনির্দেশ আরও মজবুত হবে।” তবে তিনি সতর্ক করে বলেন, এই ইতিবাচক ধারা টিকিয়ে রাখতে গেলে বৈশ্বিক ঝুঁকির পরিবেশ এবং কর্পোরেট আয়ের বৃদ্ধির ধারা অব্যাহত থাকা জরুরি।
NSDL-এর তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে এই ইতিবাচক বিনিয়োগের ফলে এখন পর্যন্ত বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের (FPI) নিট প্রত্যাহার কমে ২,০৯১ কোটি টাকায় দাঁড়িয়েছে। তুলনায় সেপ্টেম্বর মাসে এই প্রত্যাহারের পরিমাণ ছিল বিশাল—২৩,৮৮৫ কোটি টাকা। এ বছরের শুরু থেকে এখনও পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় (India) বাজার থেকে মোট ১,৫৬,৬১১ কোটি টাকা তুলে নিয়েছেন। তাই সাম্প্রতিক এই বিনিয়োগকে বাজারে বিদেশিদের আস্থার প্রত্যাবর্তনের প্রাথমিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: কয়েক হাজার কোটির আর্থিক জালিয়াতি! আম্বানির ঘনিষ্ঠ সঙ্গীকে গ্রেফতার করল ED
গত কয়েক মাসে বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিক বিক্রির পেছনে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি, ভারতীয় (India) কোম্পানিগুলির উচ্চ মূল্যায়ন এবং বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা। NSDL-এর তথ্য অনুসারে, ২০২৫ সালের মধ্যে এখন পর্যন্ত শুধুমাত্র এপ্রিল, মে ও জুন মাস বাদে বাকি সব মাসেই বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করেছেন। এর মধ্যে জানুয়ারি মাসে সর্বাধিক ৭৮,০২৭ কোটি টাকার নিট প্রত্যাহার হয়েছিল।
তবে অক্টোবরের এই পুনরায় কেনাকাটা বাজারে নতুন আশার সঞ্চার করেছে। বিশ্লেষকদের মতে, যদি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বজায় থাকে এবং দেশীয় কোম্পানিগুলির আয় প্রত্যাশা অনুযায়ী বাড়তে থাকে, তাহলে ভারতীয় (India) শেয়ার বাজার ফের শক্ত অবস্থানে ফিরে যেতে পারবে।