জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি শমীক ভট্টাচার্য, চিকিৎসকরা জানালেন…

Published on:

Published on:

Samik Bhattacharya Hospitalised After Sudden Health Deterioration

বাংলা হান্ট ডেস্কঃ আচমকা অসুস্থ হয়ে পড়ায় সোমবার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন বিজেপি নেতা। ওষুধ খেলেও আরাম মেলে নি। এরপর সোমবার সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দুর্বলতা বেড়ে গেলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কী হয়েছে শমীকের (Samik Bhattacharya)?

দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই দিনরাত এক করে কাজ করে চলেছেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনের প্রতিটি স্তর নতুন করে সাজাচ্ছেন তিনি। তৈরি করছেন একের পর এক নতুন কমিটি, ঘুরে বেড়াচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। সম্প্রতি উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার পর দুর্গতদের পাশে দাঁড়াতে সেখানেও গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরে জ্বর।

তবুও কাজে বিরতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। দলীয় সূত্রে খবর গায়ে জ্বর নিয়েই নিয়মিত দপ্তরের কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু সোমবার সকালে শারীরিক দুর্বলতা এতটাই বাড়ে যে তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়।

হাসপাতাল সূত্রে খবর, ভর্তি হওয়ার পর শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) রক্ত ও ডেঙ্গি-সহ একাধিক পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, রিপোর্ট হাতে এলেই জ্বরের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শমীকবাবুর ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে, তিনি এখনো যথাযথভাবে খাবার খেতে পারছেন না। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত কয়েকদিন তাঁকে হাসপাতালেই রাখতে হবে।

Samik Bhattacharya Hospitalised After Sudden Health Deterioration

আরও পড়ুনঃ ভুটানের জলেই সর্বনাশ? উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য পড়শি দেশের কাছে ক্ষতিপূরণ চাইলেন মুখ্যমন্ত্রী

সূত্রের খবর, রাজ্য বিজেপির একাধিক নেতা শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। দলীয় মহল জানিয়েছে, এখন স্থিতিশীল থাকলেও তাঁকে নিয়ে আপাতত কোনও ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকেরা। দলের দিক থেকেও নির্দেশ দেওয়া হয়েছে, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে বিশ্রামেই রাখা হবে।