সুজিত বসুর ছেলের রেস্তোরাঁয় তল্লাশি: লক্ষ লক্ষ টাকা সহ আর যা মিলল..! বিস্ফোরক দাবি ED-র

Published on:

Published on:

sujit bose

বাংলাহান্ট ডেস্ক: ফের পুর নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ময়দানে ইডি। পুজো মিটতেই পুর নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) মামলার জট খুলতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি এই নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের একাধিক জায়গায় হানা দেয় ইডি। যেই তালিকায় রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) অফিস সহ তার ছেলের রেস্তোরাঁ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িও। এবার সেই তল্লাশি অভিযান নিয়েই বিস্ফোরণ ঘটাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সুজিত বসুর ছেলের রেস্তোরাঁ থেকে উদ্ধার কত লক্ষ? Sujit Bose

ইডি সূত্রে দাবি, সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অর্থাৎ হিসেবরক্ষকের বাড়ি থেকে ৪৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, এর মধ্যে লেকটাউনে সমুদ্র বসুর রেস্তোরাঁ থেকে ১৫ লক্ষ বাজেয়াপ্ত করা হয়। নাগেরবাজারে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে আরও ৩০ লক্ষ টাকা।

Sujit Bose’s

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নগদ টাকা ছাড়াও মিলেছে প্রচুর সম্পত্তির নথি। একাধিক সন্দেহজনক লেনদেনের তথ্য সামনে উঠে এসেছে তদন্তে। তদন্তকারী অফিসারদের অনুমান এসবের আড়ালেই টাকা নয়ছয় হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৮টি মোবাইল ফোন, ২টি কম্পিউটার ও ৩টি হার্ড ডিস্ক।

উল্লেখ্য, সমুদ্র বসুর গোলাঘাটায় গঙ্গা অ্যাপার্টমেন্টের নীচের তলায় ‘বেঙ্গল ধাবা’ নামের এক রেস্তোরাঁ ও দোতলায় ‘বার অ্যান্ড লাউঞ্জ’-এও চিরুনি তল্লাশি চালায় ইডি। গত শুক্রবার মন্ত্রী ও মন্ত্রীপুত্রের রেস্তোরাঁ, সল্টলেকের অফিস, লাউঞ্জ-বার-সহ একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী সহ হানা দেয় ইডি।

ed raid

আরও পড়ুন: ভুটানের জলেই সর্বনাশ? উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য পড়শি দেশের কাছে ক্ষতিপূরণ চাইলেন মুখ্যমন্ত্রী

ইডি নগদ টাকা সহ একাধিক জিনিস উদ্ধারের দাবি করলেও ED-র অভিযান নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সমুদ্র বসু। তিনি জানিয়েছেন, এ নিয়ে সঠিক সময়ে তিনি বিস্তারিতভাবে জানাবেন। এদিকে রাজ্যের দমকলমন্ত্রীর দাবি, ভোট আসলেই এসব হয়। কিছুই পায় না তদন্তকারী সংস্থা। ভোটের জন্যই এই তৎপরতা বলে দাবি করেন তিনি।