বাংলাহান্ট ডেস্ক: চলতি অর্থবর্ষে রপ্তানি মানচিত্রে বাজিমাত করল ভারত (India)। ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ছ’মাসে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারত থেকে প্রায় ১০ বিলিয়ন ডলার মূল্যের আইফোন রপ্তানি হয়েছে বিদেশে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৮ হাজার ৭০০ কোটি টাকা। শুধু তাই নয়, এই অঙ্ক গত বছরের তুলনায় প্রায় ৭৫ শতাংশ বেশি। ফলে, বিশ্বের প্রযুক্তি উৎপাদনের মানচিত্রে ভারতের অবস্থান আরও শক্ত হয়েছে।
আইফোন বিক্রিতে চিনকে টেক্কা ভারতের (India)
সরকারি তথ্য অনুযায়ী, এই বিপুল বৃদ্ধির পেছনে রয়েছে উৎপাদন-ভিত্তিক প্রণোদনা বা পিএলআই (Production Linked Incentive) প্রকল্প। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের ফলেই বিদেশি প্রযুক্তি সংস্থাগুলি ভারতে বিপুল পরিমাণে বিনিয়োগ করছে। অ্যাপেলের ক্ষেত্রেও একই ছবি দেখা যাচ্ছে। কোম্পানিটি এখন ভারতের (India) পাঁচটি কারখানায় আইফোন তৈরি করছে। সম্প্রতি টাটা ইলেকট্রনিক্স তামিলনাড়ুর হোসুরে এবং ফক্সকন বেঙ্গালুরুতে নতুন দুটি কারখানা স্থাপন করেছে। এই দুটি নতুন উৎপাদন কেন্দ্রই রপ্তানির পরিমাণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
আরও পড়ুন:গাজা শান্তি সম্মেলনে ভারতের কূটনৈতিক উপস্থিতি, মিশরে বৈঠকে যোগ দেবেন মোদী?
তবে শুধু এপ্রিল-সেপ্টেম্বর নয়, সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান একেবারে চমকে দেওয়ার মতো। ওই এক মাসে ভারত (India) থেকে ১.২৫ বিলিয়ন ডলারের আইফোন বিদেশে রপ্তানি করা হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫৫ শতাংশ বেশি। এর ফলে, এপ্রিল থেকে অগস্টের মধ্যে ভারত থেকে মোট স্মার্টফোন রফতানি ১ লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। এটি দেশের প্রযুক্তি শিল্পে এক নতুন মাইলফলক। এই প্রথমবারের মতো অ্যাপেল তাদের নতুন প্রো এবং প্রো ম্যাক্স মডেলও ভারত থেকেই রফতানি শুরু করেছে। আগে পর্যন্ত কেবল বেসিক মডেলগুলিই ভারতে তৈরি হতো, কিন্তু এখন সম্পূর্ণ সিরিজই ভারতীয় মাটিতে তৈরি হচ্ছে। এর ফলে, বিশ্বের উৎপাদন মানচিত্রে ভারত যে তার জায়গা পাকা করে নিয়েছে, তা স্পষ্ট।
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স (X)-এ এই সাফল্যের প্রশংসা করে লিখেছেন, “Made in India, Trusted Globally.” তাঁর মতে, এই রপ্তানি শুধু অ্যাপেলকেই লাভবান করছে না, বরং ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের জন্যও এটি এক বিরাট জয়। বিশেষজ্ঞদের মতে, ভারত (India) এখন কেবল একটি বড় বাজার নয়, বরং বিশ্বের অন্যতম বড় উৎপাদন কেন্দ্র হয়ে উঠছে। উৎপাদন ও রপ্তানির এই ধারাবাহিক সাফল্য দেখিয়ে দিচ্ছে, ভবিষ্যতে ভারত প্রযুক্তি-ভিত্তিক শিল্পে চিনের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করবে।
আরও পড়ুন:আগাম সতর্কবার্তা! ঠান্ডা বাড়ছে কলকাতায়, লেপ-কম্বল ও উষ্ণ কাপড় এখনই প্রয়োজন
এই অর্জনের ফলে দেশের (India) রপ্তানি খাতে যেমন উত্থান ঘটেছে, তেমনই কর্মসংস্থানেও নতুন দিগন্ত খুলেছে। ভারতের লক্ষ্য এখন স্পষ্ট — আগামী পাঁচ বছরের মধ্যে প্রযুক্তি উৎপাদনে বিশ্বে শীর্ষ তিন দেশের মধ্যে জায়গা করে নেওয়া। অ্যাপেলের এই রেকর্ড রপ্তানি সেই স্বপ্নপূরণের দিকেই এক বড় পদক্ষেপ।