বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুর ‘গণধর্ষণ’ (Durgapur Rape Case) কাণ্ডে প্রকাশ্যে এল নির্যাতিতার মেডিকেল রিপোর্ট। সূত্রের খবর, মেডিকেল রিপোর্টে মিলেছে ধর্ষণের ইঙ্গিত। জানা যাচ্ছে, হাসপাতালের রিপোর্টে উল্লেখ রয়েছে, নির্যাতিতার যৌনাঙ্গে ক্ষত রয়েছে। প্রচুর রক্তপাতের উল্লেখও রয়েছে রিপোর্টে। এই মুহূর্তে দুর্গাপুরের (Durgapur Rape Case) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন নির্যাতিতা।
দুর্গাপুর ‘গণধর্ষণ’ (Durgapur Rape Case) কাণ্ডে প্রকাশ্যে মেডিকেল রিপোর্ট
কী উল্লেখ রয়েছে হাসপাতালের রিপোর্টে? জানা যাচ্ছে, রিপোর্টে উল্লেখ রয়েছে, যৌনাঙ্গের (Durgapur Rape Case) ভেতরের অংশে আঘাত লেগেছে। তাতে ক্ষত তৈরি হয়েছে। ব্যাপক রক্তপাতের উল্লেখও রয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ধর্ষণের জেরেই এই ক্ষত তৈরি হয়ে রক্তপাত হয়েছে। এদিকে এই ঘটনায় বিষ্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নির্যাতিতার পরিবারের কাছে শুভেন্দু: সোমবার নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী (Durgapur Rape Case)। তিনি অভিযোগ করেন, চিকিৎসকদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে তাঁরা বাইরে মুখ না খোলেন। নির্যাতিতার বাবার হাতেও মেডিকেল রিপোর্ট তুলে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন : বাড়ি বদলাবেন? নো চিন্তা, ‘মুভার্স প্যাকার্স’ এর পরিষেবা এবার ডাকবিভাগে!
কী অভিযোগ শুভেন্দুর: শুভেন্দু বলেন, নির্যাতিতা মেয়েটির চিকিৎসা নিয়ে তাঁরা খুবই উদ্বিগ্ন। কারণ তাঁর বাবাকেও কথা বলতে দেওয়া হচ্ছে না। মেডিকেল রিপোর্ট (Durgapur Rape Case) দেওয়া হয়নি তাঁর হাতের উপরে। গোটা বিষয়টিই ঘোলাটে হয়ে রয়েছে। চিকিৎসা কোন পদ্ধতিতে এগোচ্ছে, কী কী খুঁজে পাওয়া গিয়েছে তা জানাও জরুরি ছিল বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন : উঠল নিষেধাজ্ঞা, শয়ে শয়ে ট্রলার রওনা সমুদ্রে, ডিমভরা ইলিশে ছেয়ে যাবে বাজার
শুভেন্দু অভিযোগ করেছেন, ম্যানেজমেন্টের তরফে ডাক্তারদের বলা হয়েছে যাতে তাঁরা মুখ না খোলেন। জাতীয় মহিলা কমিশন আসতে, তাদের সামনেও যেন তাঁরা মুখ না খোলেন। নয়তো চাকরি চলে যাবে বলে শাসানো হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর। আরও উন্নত চিকিৎসা পরিষেবার জন্য নির্যাতিতাকে ভুবনেশ্বর এইমসে তাঁর বাবা মা স্থানান্তরিত করতে চাইছেন বলেও জানান শুভেন্দু অধিকারী।