‘গোল্ডেন আওয়ার’টাই গুরুত্বপূর্ণ, পথ দুর্ঘটনায় আহত হলে টাকা দেবে কেন্দ্রীয় সরকার! কোন কোন হাসপাতালে মিলবে চিকিৎসা?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পথদুর্ঘটনার (Road Accident) সংখ্যা লাফিয়ে বেড়ে চলেছে। নিয়ম না মেনে অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি চালানো, দু চাকার ক্ষেত্রে হেলমেট ব্যবহার না করা থেকে কিংবা স্রেফ অসাবধানতাবশত ঘটে যেতে পারে কোনও বড়সড় দুর্ঘটনা (Road Accident)। আর এমন ক্ষেত্রে চিকিৎসা হয়ে দাঁড়ায় বড় মাথাব্যথার বিষয়। তবে এবার এই সমস্যা থেকে মিলতে পারে রেহাই। কারণ রাজ্যজুড়ে এবার চালু হতে চলেছে ক্যাশলেস পরিষেবা। চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে আর দেরি হওয়ার কোনও সুযোগ থাকবে না।

পথ দুর্ঘটনায় (Road Accident) চিকিৎসা নিয়ে বড় উদ্যোগ কেন্দ্রের

পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে করতেই দেরি হয়ে যায় অনেক সময়। অথচ চিকিৎসকরা বলেন, দুর্ঘটনার পর ‘গোল্ডেন আওয়ার’ অর্থাৎ প্রথম ১ ঘন্টায় চিকিৎসা শুরু করতে পারলে বাঁচানো সম্ভব। সেকথা মাথায় রেখেই তাই এবার বড় উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। পথ দুর্ঘটনা (Road Accident) ঘটলে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দেবে কেন্দ্র। আহত ব্যক্তিকে হাসপাতাল বা নার্সিং হোমে নিয়ে গেলে ২৪ ঘন্টার মধ্যে মিলবে ক্যাশলেস পরিষেবা। এই পরিষেবার আওতায় আনার জন্য রাজ্যজুড়ে তালিকা তৈরি করা হচ্ছে হাসপাতাল এবং নার্সিং হোম গুলির।

Central government will give money for road accident injured treatment

কীভাবে কাজ হবে প্রকল্পে: যেমনটা জানা যাচ্ছে, দুর্ঘটনা (Road Accident) ঘটলে আহত ব্যক্তিকে নিয়ে পুলিশ নিকটবর্তী কোনও তালিকাভুক্ত হাসপাতালে পৌঁছাবে। সেখানে চিকিৎসকরা যদি মনে করেন যে ভর্তি করানো প্রয়োজন, তাহলে পেশেন্ট আইডি তৈরি করে পাঠানো হবে সংশ্লিষ্ট থানায়। এরপর থানা এফআইআর নম্বর এবং অন্যান্য তথ্য দিয়ে আপলোড করবে কেন্দ্রীয় পোর্টালে। রোড সেফটি কমিটি সব তথ্য যাচাই করেই দেবে অর্থের অনুমোদন। কেন্দ্রের তরফে এক্ষেত্রে দেড় লক্ষ টাকা দেওয়া হবে। অতিরিক্ত খরচ বহন করবে আহতের পরিবার।

আরও পড়ুন : কী বেড়ে পাকা! কেবিসিতে অমিতাভের সামনে ‘জ্যাঠামো’ খুদে প্রতিযোগীর, বিরক্ত নেটপাড়া

কত টাকা মিলবে: দুর্ঘটনা স্থলের (Road Accident) কাছাকাছি তালিকাভুক্ত কোনও হাসপাতাল না থাকলে অন্য হাসপাতালে ভর্তি করলেও আর্থিক সাহায্য মিলবে। তবে সেক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হবে। তালিকার বাইরে কোনও হাসপাতালে ভর্তির কারণ এবং নথি আপলোড করতে হবে। দুর্ঘটনাগ্রস্ত (Road Accident) গাড়ির যদি বিমা না করানো থাকে বা মেয়াদ ফুরিয়ে যায় তাও মিলবে অর্থ।

আরও পড়ুন : বক্সার ‘ফুলকি’ এবার বড়পর্দায়, ‘প্রোমোশন’ হতেই বন্ধ হচ্ছে সিরিয়াল?

হাসপাতালে ঠিকমতো চিকিৎসা মিলছে কিনা, কোনও রোগীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে কিনা সেসব নজরে রাখবে জেলাওয়ারি কমিটি। পুলিশ এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেছেন রাজ্যের মুখ্য সচিব। চূড়ান্ত এসওপি তৈরি করে রাজ্যে দ্রুত এই প্রকল্প চালু হবে বলে খবর।