আদানি-গুগল যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে ঐতিহাসিক লগ্নি, ভারত পাচ্ছে বিশ্বের অন্যতম আধুনিক তথ্যকেন্দ্র

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: ভারতের (India) তথ্য প্রযুক্তি খাতে ইতিহাস গড়তে চলেছে গুগল। মঙ্গলবার মার্কিন বহুজাতিক সংস্থা ঘোষণা করেছে, কৃত্রিম মেধা (এআই) সংক্রান্ত গবেষণা ও পরিকাঠামো উন্নয়নের জন্য তারা ভারতে দেড় হাজার কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১,৩৩,১৭০ কোটি টাকা বিনিয়োগ করবে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে তৈরি হবে গুগলের নতুন তথ্যকেন্দ্র, যা আমেরিকার বাইরে সংস্থার সবচেয়ে বড় এআই ডেটা সেন্টার হতে চলেছে।

ভারত (India) পাবে বিশ্বের অন্যতম বড় এআই কেন্দ্র

গুগল ইতিমধ্যেই এই প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা সেরে ফেলেছিল। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী ৬০০ কোটি ডলার নয়, সংস্থা এবার তার দ্বিগুণেরও বেশি বিনিয়োগ করতে চলেছে। ভারতের (India) অন্ধ্রপ্রদেশ সরকার এবং গুগল মধ্যে এই বিনিয়োগ চুক্তি নিয়ে মঙ্গলবারই একটি সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরিত হয়। এর জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু মঙ্গলবার দিল্লিতে পৌঁছন। সেখানে গুগ্‌ল কর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং গুগল ক্লাউডের সিইও থমাস কুরিয়ান।

আরও পড়ুন:“কাশ্মীর ভারতেরই অংশ, থাকবে ভারতেরই,” রাষ্ট্রসংঘে ফের একবার পাকিস্তানের মিথ্যা প্রচার ভেঙে গুঁড়িয়ে দিল ভারত

মউ স্বাক্ষরের পাশাপাশি ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গুগলের সিইও সুন্দর পিচাই ফোনে কথাও বলেন। জানা গিয়েছে, ওই আলোচনায় বিশাখাপত্তনমের এআই ডেটা সেন্টার এবং ভারতের ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করার বিষয়ে বিশদ আলোচনা হয়। চন্দ্রবাবু নায়ডু মঙ্গলবার বিকেলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আরও একটি বৈঠকে যোগ দেন, যেখানে অন্ধ্রপ্রদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে কথা হয়।

থমাস কুরিয়ান জানিয়েছেন, “আমেরিকার বাইরে গুগলের সবচেয়ে বড় ও আধুনিক কৃত্রিম মেধা তথ্যকেন্দ্র হতে চলেছে বিশাখাপত্তনমের এই প্রকল্পটি। এতে গুগল ক্লাউডের আন্তর্জাতিক পরিসর আরও বিস্তৃত হবে।” অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত করবে গুগ্‌ল ও আদানি গোষ্ঠী। ভারত (India) সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তথ্যকেন্দ্রটি এক গিগাওয়াট পর্যন্ত ডেটা সংরক্ষণের ক্ষমতা সম্পন্ন হবে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ তথ্যকেন্দ্র হবে।

Google invested 1500 cr dollars in India.

আরও পড়ুন:দুর্গাপুরের ছায়া খাস কলকাতায়! গার্ডেনরিচে পৃথক ঘটনায় ২ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তোলপাড়

দক্ষিণ ভারতের (India) তথ্যপ্রযুক্তি খাতে এ ধরনের বিনিয়োগ নতুন নয়। কর্নাটকের বেঙ্গালুরু, তামিলনাড়ুর চেন্নাই ও মহারাষ্ট্রের পুণে ইতিমধ্যেই একাধিক বিদেশি বিনিয়োগ আকর্ষণ করেছে। তবে এবার গুগল সেই প্রচলিত শহরগুলির বাইরে গিয়ে অন্ধ্রপ্রদেশের বন্দরনগর বিশাখাপত্তনমকে বেছে নিয়েছে। রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নর লোকেশ বলেছেন, “বর্তমান যুগে তথ্যই নতুন তেল। এই ধরনের উদ্যোগ অন্ধ্রপ্রদেশকে প্রযুক্তির মানচিত্রে কৌশলগতভাবে এগিয়ে রাখবে।”

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিশ্বের শীর্ষ সংস্থাগুলির মধ্যে গুগলের এই বিশাল বিনিয়োগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, ইতিমধ্যেই ‘মাইক্রোসফট’ ও ‘অ্যামাজন’-এর মতো সংস্থাগুলি ভারতে (India) ডেটা সেন্টার ও ক্লাউড পরিকাঠামো তৈরিতে বিপুল অর্থ লগ্নি করেছে। এবার গুগ্‌লও একই পথে হেঁটে ভারতের প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। বিশাখাপত্তনমের এই তথ্যকেন্দ্র ভারতের ডিজিটাল রূপান্তরের যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।